ইনিংসের প্রথম ওভারেই উইকেট লখনউ সুপার জায়ান্টসের। বোলারকে কৃতিত্ব দিতেই হবে। তবে সবচেয়ে বেশি কৃতিত্ব প্রাপ্য লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুলের। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের স্কোয়াডে কিপার-ব্যাটার নিয়ে ট্রাফিক জ্যাম। দৌড়ে রয়েছেন লোকেশ রাহুলও। দেশের হয়ে কিপিং করেছেন। আইপিএলেও নিয়মিত কিপিং করছেন। এ দিন অবিশ্বাস্য একটা ক্যাচ নিয়ে বিশ্বকাপের দাবি জোরালো করলেন রাহুল।
চিপকে এ বারের আইপিএলে অবিশ্বাস্য একটা ক্যাচ নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। ব্যাটিংয়ে ছিলেন বিজয় শঙ্কর। মিডিয়াম পেসার ড্যারেল মিচেলের বোলিংয়ে ড্রাইভ করেছিলেন বিজয় শঙ্কর। বড় রকমের খোঁচা লেগে বল কার্যত প্রথম স্লিপে। ডান দিকে ঝাঁপিয়ে অবিশ্বাস্য ক্যাচ নিয়েছিলেন ৪২ বছরের মহেন্দ্র সিং ধোনি। সেই চিপকেই ধোনির টিমের বিরুদ্ধে তারই যেন অ্যাকশন রিপ্লে।
বিস্তারিত আসছে…