ক্রিকেট ঈশ্বরের ৫১তম জন্মদিন, নস্টালজিয়ায় ডুব সৌরভেরImage Credit source: X
এক ঝলকে দেখে নিন সচিন তেন্ডুলকরের ৫১তম জন্মদিনে কোন ভারতীয় ক্রিকেটার কী বার্তা দিলেন—
ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে… এই গানটি দিয়ে একটি ভিডিয়ো ফেসবুকে শেয়ার করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই ভিডিয়োতে সচিন ও সৌরভের একসঙ্গে কাটানো প্রচুর ছবি রয়েছে। যা দেখলে ক্রিকেট প্রেমীরা নস্টালজিক হতে বাধ্য।
একটি ভিডিয়ো শেয়ার করে সচিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন যুবরাজ সিং। সচিনের সঙ্গে যুবির বন্ডিং কারও অজানা নয়।
Happy birthday paaji! 🎉 From smashing bowlers on the field to smashing life goals, you’re the reason I learned to aim higher in life (and sometimes on the field too 🤪) Here’s wishing you loads of love, good health and happiness always 🤗❤️@sachin_rt #HappyBirthdaySachin pic.twitter.com/t6qFKgKJmZ
— Yuvraj Singh (@YUVSTRONG12) April 24, 2024
ক্রিকেট ছাড়া সচিনের অন্য ভালোবাসা গল্ফ। সময় সুযোগ পেলেই তিনি পৌঁছে যান গল্ফ কোর্টে। সেখানে অনেক সময় তাঁর সঙ্গে দেখা যায় যুবরাজ সিং, এস বদ্রীনাথদের। সচিন, যুবির সঙ্গে গল্ফ কোর্ট থেকে একটি ছবি দিয়ে মাস্টার ব্লাস্টারকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন এস বদ্রীনাথ।
Happy Birthday dearest @sachin_rt paaji! You are the reason why I took up the sport. Thank you for being an inspiration 🎂 Looking forward to some golf course partnerships soon 🤝 #HappyBirthdaySachin pic.twitter.com/k4sHWJRPGa
— S.Badrinath (@s_badrinath) April 24, 2024
ভারতীয় প্রাক্তন তারকা ক্রিকেটার সচিনের সঙ্গে টেস্ট ম্যাচ খেলার একটি পুরনো ছবি শেয়ার করে বার্থডে উইশ করেছেন সুরেশ রায়না।
Happy Birthday Paji, @sachin_rt ! 🎉 Your legendary career has inspired millions and your grace both on and off the field continues to set the bar. Wishing you health, happiness, and a year as splendid as your cover drives! 🏏 #HappyBirthdaySachin pic.twitter.com/PY3uDTtrAR
— Suresh Raina🇮🇳 (@ImRaina) April 24, 2024