বিশ্বকাপে সুযোগ না পেলে কী করবেন, জানিয়ে দিলেন শুভমন গিল!


কলকাতা: নানা মুনির নানা মত। যে কোনও বিশ্বকাপের আগে তাইই হয়ে থাকে। এক-একজন প্রাক্তন ক্রিকেটার, বিশেষ করে যাঁরা বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠা পেয়ে গিয়েছেন, তাঁরা তাঁদের মতো করে এক-একটা বিশ্বকাপ টিম দেন। তা নিয়ে নানা প্রতিক্রিয়া হয়। হবেই তো, ভারতের মতো দেশে যে ক্রিকেটই সবচেয়ে বড় ধর্ম। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের টিম কী হওয়া উচিত, তা নিয়ে শুরু হয়ে গিয়েছে নানা জল্পনা, আলোচনা। সঞ্জয় মঞ্জরেকরের মতো প্রাক্তন তাঁর বিশ্বকাপ টিম থেকে বাদ দিয়েছেন বিরাট কোহলি, শুভমন গিল, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিংদের। বীরেন্দ্র সেওয়াগ আবার টিম থেকে বাদ দিয়েছেন হার্দিক পান্ডিয়াকে। শুভমন গিল যদি বিশ্বকাপ টিমে সুযোগ না পান?

এ বারের আইপিএলে ৯ ম্যাচে ৩০৪ রান করেছেন শুভমন গিল। গড় ৩৮। গুজরাট টাইটান্সের নতুন ক্যাপ্টেন ধীরে ধীরে নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন। পরিস্থিতি যা, তাতে শুভমন টিমে সুযোগ পাবেন কিনা, তা নিয়ে সংশয় কিছুটা হলেও রয়েছে। নিলেও প্রথম দলে সুযোগ পাবেন কিনা, তা নিয়েও চলছে আলোচনা। যশস্বী জয়সওয়ালকেই রোহিত শর্মার ওপেনিং পার্টনার হিসেবে দেখা যাবে। তিনে বিরাট কোহলি। চারে সূর্যকুমার যাদব। স্পেশালিস্ট ব্যাটার হিসেবে আর জায়গা নেই ভারতীয় টিমে। কেউ যদি খারাপ খেলেন, তা হলে হয়তো খেলার সুযোগ পেতে পারেন। এমন দোলাচলের মধ্যে যখন শুভমনের এ বারের বিশ্বকাপ স্বপ্ন, তখন তিনি কী ভাবছেন? স্পোর্টসটক-কে দেওয়া সাক্ষাৎকারে শুভমন বলেছেন, ‘যদি আমি বিশ্বকাপ টিমে সুযোগ না পাই, ঘরে বসে ভারতীয় টিমকে সমর্থন করব।’

এই মুহূর্তে আইপিএলেই ফোকাস শুভমনের। গুজরাটকে সাফল্য দিতে চান পঞ্জাবের ছেলে। তাঁর কথায়, ‘ভারতের হয়ে খেলা সবচেয়ে বড় ব্যাপার। কিন্তু আমি যদি বিশ্বকাপে খেলা নিয়ে এখন থেকে ভাবতে শুরু করি, তা হলে কিন্তু আমার আইপিএল টিম গুজরাটের প্রতি অবিচার করা হবে। সেটা কোনও ভাবেই চাইছি না।’

কিছু জিনিস একেবারেই নিয়ন্ত্রণে থাকে না, শুভমন তাও জানেন ভালো করে। নির্বাচকরা তাঁকে নিয়ে কী ভাবছেন, তা হাতে নেই তাঁর। শুভমন বলেও দিচ্ছেন, ‘যদি বিশ্বকাপের টিমে আমাকে নেওয়া হয়, ভালো কথা। কিন্তু এই মুহূর্তে আমার আমি আইপিএল ছাড়া আর কিছু ভাবছি না। গুজরাটের হয়ে সেরাটা কী ভাবে দিতে পারি, টিম যাতে সেরাটা দিতে পারে, সেই চেষ্টা করছি। এর বাইরে কিছুই ভাবছি না।’

Leave a Reply