আইপিএলে গম্ভীর-সৌরভ দ্বৈরথের আগে ইডেন গার্ডেন্সের ভোলবদল


ক্রিকেটের নন্দনকাননে সোমবার মহারাজের দলের বিরুদ্ধে ম্যাচ। তার আগে নাইট তারকাদের ছবিতে ঢাকল ইডেন। যেখানে সৌরভ, সচিন থেকে দ্রাবিড়, লক্ষ্মণ এমনকি বিরাটের ছবি ছিল, সেই সব ঢেকে দিলেন নাইট ক্রিকেটাররা। নারিন, রাসেল, স্টার্ক, রিঙ্কুদের বিশাল ছবি ইডেনের প্রধান গেটের বাইরে। আর কাট আউটে লেখা Home of the Knights।

Leave a Reply