তাড়াতাড়ি ম্যাচ শেষ করো, বাচ্চার জন্মের সময় হয়ে গেল… ধোনি পত্নী সাক্ষীর পোস্ট ভাইরাল


CSK, IPL 2024: তাড়াতাড়ি ম্যাচ শেষ করো, বাচ্চার জন্মের সময় হয়ে গেল… ধোনি পত্নী সাক্ষীর পোস্ট ভাইরালImage Credit source: BCCI

কলকাতা: চিপকে সিএসকের রাজ দেখা গিয়েছে রবিবাসরীয় ম্যাচে। চলতি আইপিএলে দুরন্ত ছন্দে থাকা সানরাইজার্স হায়দরাবাদকে আটকে দিয়েছে ইয়েলোব্রিগেড। হাউসফুল চিপকে সিএসকের (CSK) ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) স্ত্রী সাক্ষী ধোনি (Sakshi Dhoni)। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৭৮ রানের বড় ব্যবধানে ওই ম্যাচ জিতেছে চেন্নাই সুপার কিংস। তারপর সোশ্যাল মিডিয়ায় ধোনির স্ত্রীর একটি ইন্সটাগ্রাম স্টোরি ভাইরাল হয়েছে।

অরেঞ্জ আর্মির বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস রবিবারের আইপিএল ম্যাচে ধীর গতিতে খেলেনি। কিন্তু ধোনিপত্নী সাক্ষীর আর্জি ছিল, সিএসকে যেন তাড়াতাড়ি ম্যাচ শেষ করে। শুধু তাই নয়, সাক্ষী নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে লেখেন, ‘বাচ্চার জন্মের সময় হয়ে গেল।’ কার বাচ্চার কথা বলেছেন সাক্ষী? মাঝে ধোনির স্ত্রী সাক্ষী ঢিলেঢালা জামা পরার জন্য খবর ছড়িয়েছিল যে, মাহির পরিবারে আসছে জিভার খেলার সঙ্গী। কিন্তু তা আপাতত হয়নি।

সাক্ষী নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘চেন্নাই সুপার কিংস দয়া করে আজ তাড়াতাড়ি ম্যাচ শেষ করো। বাচ্চার জন্মের সময় চলে এল। এটা এক হবু পিসির পক্ষ থেকে অনুরোধ।’ ধোনি পত্নী সাক্ষীর এই পোস্ট থেকে পরিষ্কার, তাঁর পরিবারের কোনও সদস্যের সন্তান হতে চলেছে। যার ফলে সাক্ষী পিসি হবেন।

রবিবারের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচের প্রসঙ্গে বলতে গেলে, টস হেরে প্রথমে ব্যাটিং করে ৩ উইকেটে ২১২ রান তোলে সিএসকে। ২১৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৩৪ রানে অলআউট হয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ। যার ফলে চেন্নাই ৭৮ রানে ম্যাচ জিতে ২ পয়েন্ট তুলে নেয়।



Leave a Reply