SRH vs RR IPL 2024 Match Result: ভুবনেশ্বরের ভুবন ভোলানো স্পেল, রাজস্থানের মুখের গ্রাস কাড়ল হায়দরাবাদ
Image Credit source: BCCI
কলকাতা: রোমাঞ্চ কারে কয়, আইপিএলের একাধিক ম্যাচে তা ভালো টের পাওয়া যায়। লক্ষ্মীবারে উপ্পল স্টেডিয়ামে ছিল অরেঞ্জ ও পিঙ্ক আর্মির লড়াই। দুটো টিমই এ বারের আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছে। একদিকে পয়েন্ট টেবলের টপার রাজস্থান রয়্যালস। যাদের জয়রথ কোনও টিম থামাতে পারছিল না। অন্যদিকে এ বারের আইপিএলে রানের রেকর্ড গড়া সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচ যে রোমাঞ্চর পসরা নিয়ে বসবে বোঝাই যাচ্ছিল। হায়দরাবাদের ঘরের মাঠে জয়ের মুখে পৌঁছে গিয়েছিল সঞ্জুর রাজস্থান। কিন্তু ভুবনেশ্বর কুমারের ভুবন ভোলানো স্পেলে রাজস্থানের মুখের গ্রাস কেড়ে নিল হায়দরাবাদ।
জোড়া ম্যাচ হারার পর ঘরের মাঠে সঞ্জু স্যামসনের রাজস্থানের বিরুদ্ধে খেলল হায়দরাবাদ। প্রথমে ব্যাটিং করে ৩ উইকেটে ২০১ রান তুলেছিল হায়দরাবাদ। নেপথ্যে ওপেনার ট্রাভিস হেডের ৫৮ রান, নীতীশ কুমার রেড্ডির ৭৬ রানের অপরাজিত ইনিংস এবং হেনরিখ ক্লাসেনের ১৯ বলে ৪২ রানের ক্যামিও ইনিংস। হায়দরাবাদের বিরুদ্ধে ২টি উইকেট নেন আবেশ খান। ১টি নেন সন্দীপ শর্মা। আর ৪ ওভারে ৬২ রান খরচ করেছেন স্পিনার যুজবেন্দ্র চাহাল। যেটি তাঁর কেরিয়ারের সবচেয়ে ব্যয়বহুল স্পেল।
বিস্তারিত আসছে…