নাইট টিমে জয়-বীরু কে? KKR মালিক শাহরুখ জানালেন হাঁড়ির খবরImage Credit source: PTI
কলকাতা: কেকেআর শাহরুখ খানের প্রাণের প্রিয় টিম। নাইটরা যখন ২২ গজে খেলেন, বলিউডের বাদশার গায়ের রক্ত গরম হয়। কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান টিমের ক্রিকেটারদের সঙ্গে বড় দাদার মতো মেশেন। নাইট মেন্টর কয়েকদিন আগে কেকেআরের এক পডকাস্টে জানিয়েছিলেন, শাহরুখ খান হলেন সবচেয়ে সেরা মালিক। যাঁর সঙ্গে কাজ করেছেন গৌতম। কেকেআর (KKR) কোনও ম্যাচ জিতলে যেমন শাহরুখ খানকে (Shah Rukh Khan) পাশে পান, তেমনই নাইটরা হারলেও পাশে থাকেন কিং খান। আসলে কেকেআর শাহরুখ খানের পরিবার হয়ে উঠেছে। এ বার আইপিএলের (IPL) সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের এক সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছেন, নাইট টিমে জয়-বীরু কে?
বলিউডের জনপ্রিয় সিনেমা ‘শোলে’-র মুখ্য চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্র। ওই সিনেমায় জয়ের ভূমিকায় ছিলেন বিগ বি। আর বীরুর ভূমিকায় ছিলেন ধর্মেন্দ্র। কেকেআর টিমে জয়-বীরুর মতো বন্ধুত্বের সম্পর্ক রয়েছে আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিংয়ের। এ কথা জানিয়েছেন খোদ কেকেআরের মালিক শাহরুখ খান।
কিং খান বলেন, ‘টিমের তরুণ ক্রিকেটারদের সঙ্গে আন্দ্রে রাসেলের সম্পর্ক ভালো। রিঙ্কু ও রাসেলের একটা শক্তিশালী বন্ধন রয়েছে। যেমন জয়-বীরুর বন্ধুত্ব। ওরা ভীষণ আলাদা। একে অপরকে ওরা ভালোবাসে। ক্রিকেটার হিসেবে এবং মানুষ হিসেবে একে অপরকে ওরা সাহায্যও করে।’
অনেকেই আন্দ্রে রাসেলকে দেখে মনে করেন তিনি রাশভারী একজন মানুষ। কিন্তু শাহরুখ খান জানিয়েছেন, মাঠে যতটা আগ্রাসী ক্যারিবিয়ান ক্রিকেটার রাসেল, মাঠের বাইরে তিনি ঠিক ততটাই মজার মানুষ। শাহরুখ বলেন, ‘আন্দ্রে রাসেলের সঙ্গে আমি কোনও সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করতে পারি না। ও খুব মিষ্টি। মাঠে সবাই ওকে যেমন দেখে, তার থেকে আসল জীবনে ও অনেকটাই আলাদা। আসলে ও খুব নম্র ও মিষ্টি। নাচ করার সময়ও ও শান্তই থাকে। যদি কখন কোনও সমস্যা হয়, ও আমাদের জানায়। কারণ ও একজন অসাধারণ স্পোর্টসম্যান। একজন অসাধারণ মানুষ এবং একজন অসাধারণ ক্রিকেটার।’
আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে আর কয়েক ঘণ্টা পর শুরু হবে নাইটদের ম্যাচ। রোহিত-হার্দিকদের বিরুদ্ধে এই ম্যাচ জিতে এ বারের আইপিএলের প্লে-অফের রাস্তা মসৃণ করতে চায় শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স।