Paris Olympics 2024: লক্ষ্য এ বার ১০, প্যারিস অলিম্পিকের টিকিট ভারতের রিলে টিমেরImage Credit source: SAI Media X
কলকাতা: এশিয়ান গেমসে ১০০ পদকের লক্ষ্যে নেমেছিল হানঝাউয়ে নেমেছিলেন ভারতীয় অ্যাথলিটরা। সেই স্বপ্নপূরণ হয়েছে। এ বার লক্ষ্য প্যারিস অলিম্পিক (Paris Olympics 2024)। ভারতের অলিম্পিক ইতিহাসে সর্বোচ্চ পদক এসেছে টোকিও থেকে। মোট ৭টা। প্যারিস অলিম্পিকে লক্ষ্য ১০ পার করা। সেই টার্গেট কি ছোঁয়া সম্ভব? স্বপ্নপূরণ করার পথে ছুটতে শুরু করেছে ভারত। গত অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে একমাত্র সোনা এনেছিলেন নীরজ চোপড়া। তাঁর সঙ্গে এ বার প্যারিসে পদকের স্বপ্ন দেখাতে শুরু করেছেন ভারতের রিলে টিম। বিশ্ব রিলে মিট থেকে প্যারিসের টিকিট জোগাড় করে ফেললেন ভারতের ছেলে ও মেয়েরা। যা বেশ বড় খবর।
ছেলে ও মেয়েদের ৪X৪০০ মিটার রিলেতে ভারতের দুটো টিমই অলিম্পিকের যোগ্যতা অর্জন করে ফেলেছে। মেয়েদের টিম ৪০০ মিটার রিলের হিটে দ্বিতীয় হয়েছে। জামাইকার পরেই শেষ করেছেন রুপাল চৌধুরি, এমআর পুভাম্মা, জ্যোথিকা শ্রী ডান্ডি, শুভা ভেঙ্কটেশরা। তাঁরা সময় নিয়েছেন ৩ মিনিট ২৯.৩৫ সেকেন্ড। হিটে জামাইকার সময় লেগেছে ৩ মিনিট ২৮.৫৪ সেকেন্ড। সে দিক থেকে দেখলে ভারতের মেয়েদের টিমের পারপরম্যান্স বেশ ভালো। এশিয়ান গেমসের সময় থেকেই বলা হচ্ছিল, ট্র্যাক অ্যান্ড ফিল্ডে যদি সাফল্য় আসে, তা হলে পদকের সংখ্যা বাড়বে। প্যারিস অলিম্পিকে সেই লক্ষ্যপূরণের জন্যই মরিয়া হয়ে উঠেছেন ভারতীয় অ্যাথলিটরা।
ছেলেদের টিমও হিটে দ্বিতীয় হয়েছে। মহম্মদ আনাস ইয়াহিয়া, মহম্মদ আজমল, আরোকিয়া রাজীব, আজমল জ্যাকবরাও প্রতিভার প্রতি সুবিচার করছেন। ছেলেদের হিটে প্রথম হয়েছে আমেরিকা। তাদের সময় লেগেছে ২ মিনিট ৫৯.৯৫ সেকেন্ড। ভারতের ছেলেরা সময় নিয়েছেন ৩ মিনিট ৩.২৩ সেকেন্ড। অলিম্পিকে যদি পদক পেতে হয়, আনাস-আজমলদের আরও ভালো পারফর্ম করতে হবে। সব মিলিয়ে ১৯জন অ্যাথলিট প্যারিস অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের টিকিট পেয়ে গিয়েছেন। যাঁর মধ্য়ে সবচেয়ে উজ্জ্বল মুখ নীরজ চোপড়া। ১ অগাস্ট থেকে শুরু হবে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট।
#𝗣𝗮𝗿𝗶𝘀𝟮𝟬𝟮𝟰 𝗶𝘁 𝗶𝘀 𝘁𝗵𝗲𝗻
😍😍Breaking🚨 from #WorldAthletics Relays 2024☑️
Team 🇮🇳 secures a spot in Women’s 4X400M Relay for Paris Olympics 2024 as our girls finished 2⃣nd in the Qualifying race with a timing of 3:29.35 🥳
The boys also joined the… pic.twitter.com/ryYElAX9Xp
— SAI Media (@Media_SAI) May 6, 2024