সবচেয়ে বেশি বয়সে অভিষেক, হরমনপ্রীতের ৩০০*; ভারতের জোড়া কীর্তি


মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে অনন্য় নজির গড়লেন উইমেন্স প্রিমিয়ার লিগে সাড়া ফেলে দেওয়া আশা শোভানা। উইমেন্স প্রিমিয়ার লিগে দুটো সংস্করণ হয়েছে। প্রথম বার লিগ পর্বেই ছিটকে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দ্বিতীয় সংস্করণ অর্থাৎ এ বার ট্রফি জিতেছে স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন আরসিবি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০০৮ সাল থেকে ট্রফি খরা মেটেনি আরসিবির। উইমেন্স টিমের হাত ধরে প্রথম ট্রফি জয়ের স্বাদ। সেই টিমের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আশা শোভানা। স্লগ ওভারে স্নায়ুর চাপ সামলে বেশ কিছু ম্যাচ জেতানোর ক্ষেত্রে আরসিবির মূল কারিগর আশাই।

ঘরোয়া ক্রিকেটের গণ্ডি পেরিয়ে আরসিবির আশা শোভানা এ বার আন্তর্জাতিক। বাংলাদেশ সফরে প্রথম বার ভারতীয় দলে সুযোগ পেয়েছেন আশা। বাংলাদেশের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল আশার। এতেই রেকর্ড গড়লেন। ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে অভিষেকের নজির ছিল সীমা পূজারের। ৩২ বছর ৫০ দিনে অভিষেক হয়েছিল তাঁর। এই রেকর্ড ছাপিয়ে গেলেন আশা শোভানা। ৩৩ বছর ৫১ দিনে অভিষেক হল আশার।

একই ম্যাচে নজির হরমনপ্রীত কৌরেরও। ভারত অধিনায়ক হরমন বিশ্বের পঞ্চম মহিলা ক্রিকেটার হিসেবে ৩০০ আন্তর্জাতিক ম্যাচ খেললেন। তালিকায় সকলের উপরে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ। ৩৩৩ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এরপর রয়েছেন সুজি বেটস (৩১৭), এলিস পেরি (৩১৪), শার্লট এডওয়ার্ড (৩০৯), হরমনপ্রীত কৌর (৩০০)।



Leave a Reply