IPL 2024, SRH vs LSG: সবচেয়ে কম বলে হাজার ছয়ের রেকর্ড! অতীতে কী ছিল?


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ বার ব্যাটিং তাণ্ডব দেখা গিয়েছে। প্রায় সব ভেনুতেই ছয়ের বন্যা। দলের নিরিখে বিশেষ করে বলতে হয় সানরাইজার্স হায়দরাবাদের কথা। ট্রাভিস হেড, হেনরিখ ক্লাসেন, অভিষেক শর্মারা প্রতিপক্ষ বোলারদের ঘুম কেড়ে নিয়েছেন। এখনও অনেক ম্যাচ বাকি এ বারের আইপিএলে। তার আগেই হাজার ছয় পেরিয়ে গিয়েছে। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে কম বলে ছয়ের রেকর্ড তৈরি হল। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুল। শুরুতেই কুইন্টন ডি’কক, মার্কাস স্টইনিসদের হারিয়ে চাপে পড়ে লখনউ সুপার জায়ান্টস। তবে লখনউ ইনিংসেই এ বারের আইপিএলের হাজারতম ছয়। সেটি মারেন অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বলের রেকর্ড তৈরি হয়েছিল ২০২২ সালে। সে বার ১৬২৬৯ ডেলিভারিতে এক হাজার ছয় হয়েছিল। গত বছর ১৫৩৯০ ডেলিভারিতে এই রেকর্ড হয়। অতীত রেকর্ড ভেঙে এ বার মাত্র ১৩০৭৯ বলেই হাজার ছয়। সানরাইজার্স বনাম লখনউ ম্যাচে এ দিন সব মিলিয়ে ছয় হয়েছে ১৮টি। এর মধ্যে ১৪টি ছয় এসেছে সানরাইজার্স ইনিংসে। অভিষেক শর্মা ৬টি এবং ট্রাভিস হেড ৮টি ছয় মারেন।



Leave a Reply