মুম্বইয়ের মিজো তারকাকে পেতে লড়াইয়ে দুই প্রধান


East Bengal-Mohun Bagan: মুম্বইয়ের মিজো তারকাকে পেতে লড়াইয়ে দুই প্রধানImage Credit source: X

কলকাতা: লালেংমাউইয়া রালতে। ভারতীয় ফুটবলে আপুইয়া নামে বেশ পরিচিত। মুম্বই সিটি এফসির মিডফিল্ডারকে পেতে ঝাঁপাল কলকাতার দুই প্রধানই। নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে নজর কাড়ার পরই মিজো ফুটবলারকে বছর তিনেক আগে ছিনিয়ে নেয় মুম্বই। বাণিজ্যনগরীর ক্লাবের জার্সিতে দুরন্ত ফুটবল খেলেন আপুইয়া। স্টিমাচের দলেও অপরিহার্য ফুটবলার। আইএসএল শেষ হতেই নতুন মরসুমের দলগঠনে ঝাঁপিয়েছে ক্লাবগুলো। আপুইয়াকে প্রস্তাব কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল (East Bengal) আর মোহনবাগানের (Mohun Bagan)।

কুয়াদ্রাত একজন ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার চাইছেন। আপুইয়া তাঁর প্রথম পছন্দ। মুম্বইয়ের সঙ্গে ২০২৬ পর্যন্ত চুক্তি রয়েছে। সেক্ষেত্রে বিশাল অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে। ৩ কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে আপুইয়াকে। মোহনবাগানও প্রবল ভাবে সেই দৌড়ে রয়েছে। সামনের বছর এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টু-র মূলপর্বে খেলবে মোহনবাগান। ইস্টবেঙ্গল খেলবে কোয়ালিফাইং রাউন্ডে। শক্তিশালী দল গড়তে চাইছে দুই প্রধানই। বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের বোর্ড মিটিংয়েও বাজেট বাড়ানোর আশ্বাস দিয়েছে বিনিয়োগকারী সংস্থা। প্রয়োজনে ভালো মানের ফুটবলার রিক্রুটে সর্বসমস্বভাবে ঝাঁপানোর কথাও বলেছে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা। মোহনবাগানের ক্ষেত্রে যেটা একদমই ফ্যাক্টর নয়।

ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাতের এজেন্ট আর আপুইয়ার এজেন্ট একই ব্যক্তি। এই জায়গায় মিজো ফুটবলারকে পাওয়ার আশা করছে লাল-হলুদ থিঙ্ক ট্যাঙ্ক। তবে ভারতীয় ফুটবলে শেষ কয়েক বছর ধরে দাপটের সঙ্গে খেলছে মোহনবাগান। তাই সবুজ-মেরুন ম্যানেজমেন্টও আশাবাদী আপুইয়াকে ছিনিয়ে আনতে। মুম্বইয়ের মন ভাঙিয়ে শেষ পর্যন্ত কলকাতার ময়দানে আপুইয়াকে দেখা যায় কিনা সেটাই এখন দেখার।

Leave a Reply