ওদের টাকা কেটে নেওয়া উচিত… ক্ষোভে ফেটে পড়লেন সুনীল গাভাসকর


IPL 2024: ওদের টাকা কেটে নেওয়া উচিত… ক্ষোভে ফেটে পড়লেন সুনীল গাভাসকর

কলকাতা: নিজের দেশের হয়ে খেলা আগে নাকি আইপিএলে খেলা? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রতি মরসুমে একটা সময় এই নিয়ে আলোচনা হয়ে থাকেই। ১৭তম আইপিএলে হঠাৎ এই বিষয় নিয়ে কেন আলোচনা? আইপিএল শেষ হতে চলেছে। তারপরই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইপিএল (IPL) শেষ হওয়ার আগে ইসিবি ইংল্যান্ডের ক্রিকেটারদের নির্দেশ দিয়েছে জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য। আর এখানেই আপত্তি তুলেছেন দেশের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। সানির মতে, ইংল্যান্ডের ক্রিকেটাররা পুরো টুর্নামেন্টে যদি খেলতে না-ই পারেন, তা হলে মরসুম শুরুর আগে কেন জানাননি। তাঁদের বিরুদ্ধে বিসিসিআইকে বড় পদক্ষেপ নেওয়ার পরামর্শও দিয়েছেন সানি।

মিড ডে-র এক কলামে সুনীল গাভাসকর লিখেছেন, যে ক্রিকেটাররা আইপিএলের পুরো মরসুমে খেলার প্রতিশ্রুতি দিয়েছেন অথচ না খেলেই দেশে ফিরে যাওয়ার কথা তুলছেন, তাঁদের আইপিএলের পুরো ফি দেওয়া উচিত নয়। গাভাসকর লেখেন, ‘যে ক্রিকেটাররা দেশের হয়ে খেলার জন্য অন্য কিছুকে গুরুত্ব দেয় না, আমি তাদের পাশে আছি। কিন্তু যারা তাদের ফ্র্যাঞ্চাইজিগুলোকে পুরো মরসুম খেলার প্রতিশ্রুতি দিয়েছে, আর তা পূরণ না করেই সরে দাঁড়াচ্ছে, তারা ঠিক করছে না। ওদের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে ভুগতে হচ্ছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর উচিত ক্রিকেটারকে যে অর্থের বিনিময়ে কেনা হয়েছিল, তার থেকে কিছুটা কেটে নেওয়া। প্রত্যেক দেশের ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটাররা আইপিএলে খেললে ১০ শতাংশ টাকা পায়। যে বোর্ড তাদের সিদ্ধান্ত বদল করবে তাদের ১০ শতাংশ কমিশন কেটে নেওয়া উচিত।’

বিসিসিআইকে কথা না দেওয়ার ফল পাওয়া উচিত ইসিবির। সে কথাই বোঝাতে চেয়ে গাভাসকর লেখেন, ‘আইপিএল ছাড়া বিশ্বের কোনও ফ্র্যাঞ্চাইজি লিগেই ক্রিকেটারদের খেলতে দেওয়ার জন্য কোনও দেশের বোর্ড ১০ শতাংশ কমিশন পায় না। বিসিসিআই এত সুযোগ সুবিধা দেয়। কিন্তু বিনিময়ে কিছুই পাচ্ছে না।’

কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে, যে টিমগুলো প্লে অফের যোগ্যতা অর্জন করবে, সেই টিমে থাকা ইংল্যান্ডের ক্রিকেটারদের জন্য ইসিবির সঙ্গে আলোচনা করছে বিসিসিআই।

Leave a Reply