শাইনিং সিমরজিতের শিকার তিন, যশস্বী-বাটলার-সঞ্জু কোন ক্যাচ সেরা?


শাইনিং সিমরজিতের শিকার তিন, যশস্বী-বাটলার-সঞ্জু কোন ক্যাচ সেরা?Image Credit source: BCCI

কলকাতা: চিপক মানেই হলুদ জার্সির দাপট। ১৭তম আইপিএলে (IPL) শেষ বার হোম ম্যাচ খেলছেন মহেন্দ্র সিং ধোনিরা। চিপকের আকাশে-বাতাসে উড়ছে হলুদ আবির। হলুদ রংয়ের স্মোক বম্ব হাতে সিএসকের (CSK) অনুরাগীদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থানের (RR) অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। দুই ওপেনার সহ রাজস্থানের অধিনায়কের উইকেট ঝুলিতে ভরেছেন সিএসকের সিমরজিৎ সিং।

ইয়েলোব্রিগেডে সিমরজিৎ সিং অটোমেটিক চয়েস নন। মাতিশা পাথিরানা, দীপক চাহার, মুস্তাফিজুর রহমানরা না থাকায় সুযোগ পেয়েছেন সিমরজিৎ সিং। পাওয়ার প্লে অবধি সিএসকে কোনও উইকেট না পেলেও, তারপর খেলার মোড় ঘোরান সিমরজিৎ। সপ্তম ওভারের দ্বিতীয় বলে সিমরের শিকার পিঙ্ক আর্মির ওপেনার যশস্বী জয়সওয়াল। এক্সট্রা কভার থেকে ছুটে এসে হাই ক্যাচ নেন সিএসকে ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়। বিকেলের ম্যাচ, সেক্ষেত্রে হাই ক্যাচ নেওয়া মুশকিল। কিন্তু যশস্বীর ক্যাচ নেওয়ার ক্ষেত্রে ঋতু কোনও ভুল করেননি।

যশস্বীর পর জস বাটলারকে নবম ওভারের প্রথম বলে ফেরান সিমরজিৎ। বাউন্ডারির উদ্দেশ্যে বল পাঠান বাটলার। কিন্তু আউট হয়ে যান। লং লেগ থেকে অনেকটা দৌড়ে ফরোয়ার্ড ডাইভ দিয়ে ক্যাচ তালুবন্দি করেন তুষার দেশপান্ডে। ২৪ রানে যশস্বী আউট হন। আর বাটলার ফেরেন ২১ রানে।

পিঙ্ক আর্মির দুই ওপেনারকে ফেরানোর পর সিমরজিৎ ১৫তম ওভারের দ্বিতীয় বলে তুলে নেন সঞ্জু স্যামসনের উইকেট। এ বার ক্যাচ নেন সিএসকের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়। ১৫ রানে ফেরেন সঞ্জু। রাজস্থানের ক্যাপ্টেন ভালো ব্যাটিং করছিলেন। কিন্তু সিমর তাঁর ইনিংস বড় হতে দেননি। এক্সট্রা কভারে ক্যাচ নেন ঋতুরাজ। সিমরজিৎ নিজের ৪ ওভারের স্পেলে ২৬ রান দিয়ে ৩টি উইকেট নেন।



Leave a Reply