ভিডিয়ো: বিরাটের RCB জিততেই অনুষ্কার ‘নমস্তে’ সেলিব্রেশন, এ দৃশ্য আগে কখনও দেখেননি


ভিডিয়ো: বিরাটের RCB জিততেই অনুষ্কার ‘নমস্তে’ সেলিব্রেশন, এ দৃশ্য আগে কখনও দেখেননি

কলকাতা: বিরাট কোহলির অন্যতম বড় সমর্থক তাঁর স্ত্রী, বলিউড তারকা অনুষ্কা শর্মা। এ বারের আইপিএলে এই নিয়ে অনুষ্কা শর্মাকে দেখা গেল আরসিবির দ্বিতীয় ম্যাচ দেখতে মাঠে যেতে। ফেব্রুয়ারি মাসে বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মার  (Anushka Sharma) দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে। যে কারণে এ বারের আইপিএলের আগের দিকের ম্যাচগুলিতে স্টেডিয়ামে বলি ডিভা অনুষ্কা শর্মাকে দেখা যাচ্ছিল না। আরসিবির ঘরের মাঠে রবি-রাতে ছিল দিল্লির বিরুদ্ধে ম্যাচ। চলতি আইপিএলের প্লে অফের দৌড়ে টিকে থাকার জন্য আরসিবির জয় প্রয়োজন ছিল। বিরাটরা সেই কাঙ্খিত জয় পেতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন গ্যালারিতে থাকা আরসিবির অনুরাগীরা এবং অনুষ্কা শর্মা।

সোশ্যাল মিডিয়ায় অনুষ্কা শর্মার এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে ভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখছিলেন অনুষ্কা শর্মা। এই ম্যাচে বিরাট কোহলির পুরো পরিবার খেলা দেখতে এসেছিল। ২০তম ওভারের প্রথম বলে আরসিবির যশ দয়াল যেই না ফেরান কুলদীপ যাদবকে গ্যালারিতে থাকা আরসিবির অনুরাগীরা আনন্দে মেতে ওঠেন। ঋষভ পন্থ আরসিবির বিরুদ্ধে খেলতে পারেননি। দিল্লি তিন বার স্লো ওভার রেটের শাস্তি পেয়েছে। তাই তিনি নির্বাসিত ছিলেন। আরসিবি দিল্লির বিরুদ্ধে ৪৭ রানে ম্যাচ জিতেছে।

আইপিএলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া সাইট X এ শেয়ার করা এক ভিডিয়োতে দেখা যায় কুলদীপ যাদবের বোল্ড আউট দেখে প্রথমে হাঁ হয়ে যান অনুষ্কা শর্মা। তারপর দু’হাত একসঙ্গে জোড় করে সেলিব্রেট করেন তিনি। তাঁর পাশেই ছিলেন বিরাটের দিদি ভাবনা এবং দাদা বিকাশ কোহলিও। অনুষ্কা ভালো মতোই জানেন এই জয়ের ফলে বিরাট কতটা খুশি। এবং আরসিবির প্লে অফ সম্ভবনাও টিকে রইল। সোশ্যাল মিডিয়ায় অনেকেই আলোচনা করা শুরু করেছেন বিরাট ও অনুষ্কার বন্ডিং নিয়ে।

আরসিবি বনাম দিল্লি আইপিএল ম্যাচ দেখার পর চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে বিরাটের পরিবারের বের হওয়ার ভিডিয়োটিও ভাইরাল হয়েছে। নিম্নে দেখে নিন সেই ভিডিয়ো—



Leave a Reply