RCB: ভিডিয়ো: সিরাজকে দু-দণ্ড শান্তি দিলেন না বিরাট, ড্রেসিংরুমে যেতেই বললেন…Image Credit source: X
কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালসকে হারানোর পর আরসিবির ড্রেসিংরুমে বইছে খুশির হাওয়া। দিল্লির বিরুদ্ধে রবিবাসরীয় আইপিএল ম্যাচে ৪৭ রানে জিতেছেন বিরাট কোহলি-মহম্মদ সিরাজরা। চলতি আইপিএলে টানা ৫ ম্যাচ জিতে প্লে অফে ওঠার অক্সিজেন পেয়েছে আরসিবি (RCB)। যদিও প্লে অফের টিকিট পাওয়ার জন্য বেঙ্গালুরুর সামনে রয়েছে জটিল অঙ্ক। আপাতত সে সব ভুলে খুশিতে রয়েছেন আরসিবির ক্রিকেটাররা। বেঙ্গালুরুর সোশ্যাল মিডিয়া সাইট X এ এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যায় বিরাট কোহলি (Virat Kohli) ও কর্ণ শর্মা তাঁদের সতীর্থ মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) দু-দণ্ড শান্তি দিলেন না।
দিল্লিকে হারানোর পর আরসিবির ড্রেসিংরুমে মহম্মদ সিরাজকে বলতে শোনা যায়, ‘দারুণ কামব্যাক হয়েছে। আমরা একটা একটা ম্যাচে ফোকাস করেছি। প্লে অফে যোগ্যতা অর্জন করার ব্যপারে কোনও নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। আমাদের হাতে রয়েছে, জোরে বোলারের কাছে বল আছে। আর ব্যাটারদের কাছে ব্যাট।’ সিরাজ যখন এই কথাগুলো বলছিলেন, সেই সময় সোফায় তাঁর ঠিক পাশেই বসেছিলেন কর্ণ শর্মা। সোফায়া গা এলিয়ে বসে থাকা কর্ণ এরপর সিরাজের কাছে এসে বসেন।
সিরাজ এরপর বলতে থাকেন, ‘আমাদের যেতে হবে, আর আক্রমণ করতে হবে। যদি আমরা যোগ্যতা অর্জন করি, তা হলে দারুণ বিষয় হবে। আর যদি সেটা না হয়, তা হলে আমরা যে ধরনের ক্রিকেট খেলছি, সেটাই চালিয়ে যাব। আমাদের এটাই ভাবনা। আর আমরা এভাবে খেলে আনন্দ পাই।’ এতক্ষণ চুপ করে শুনতে থাকা কর্ণ আরসিবির তারকা সিরাজের কথা শোনার পর বলতে শুরু করেন, ‘ওদের কাছে একটা ব্যাট আছে। আর আমাদের কাছে একটা বল। তারপর কী হবে?’ সিরাজ বলেন, ‘সামনে স্টাম্প আছে।’ কর্ণ এরপর বলেন, ‘নন স্ট্রাইকার এন্ডেও তো একটা স্টাম্প আছে।’
এরপর এই কথোপকথনের মধ্যে ঢুকে পড়েন বিরাট কোহলি। তিনি হাসতে হাসতে কোনও গালি দেন। যা আরসিবির শেয়ার করা ভিডিয়োতে শোনা যায়নি। হাসতে হাসতে কোহলি বলেন, ‘ও বলছে ব্যাটারের কাছে ব্যাট আছে, বোলারের কাছে বল আছে।’ সিরাজ তখনও বুঝতে পারেননি যে বিরাট কোহলি ও কর্ণ শর্মা তাঁর লেগ পুল (পিছনে লাগা) করছেন। তিনি বলেন, ‘ভাইয়া মাথায় তো এটাই থাকবে যে উইকেট নিতে হবে। তাই না?’ কোহলি বলেন, ‘ভাই এটা কি গলি ক্রিকেট চলছে? বল আমি শুধু স্টাম্প দেখতে পাচ্ছি।’
দেখে নিন সেই ভাইরাল ভিডিয়ো —
This banter between Siraj, Karn and Virat will put a smile on your face! 🥹 😁
SIUUUU ❌ See you ✅ 😂#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 #RCBvDC pic.twitter.com/K3mBxGNd5b
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 13, 2024