অতীত হয়ে গেলেন সাকিব, বিশ্বকাপে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুলই


কলকাতা: ওয়ান ডে বিশ্বকাপে বিপর্যয়ের পর টিমে ফিরলেন তিনি। ভাবা হয়েছিল, দেশের অলরাউন্ডার, যিনি দীর্ঘদিন দেশীয় ক্রিকেটের মুখ, তাঁকেই আবার বিশ্বকাপের ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে। তা হল না। সাকিব আল হাসান অতীত হয়ে গেলেন। এমনিতে সাকিবকে নিয়ে বিতর্কের শেষ নেই। সম্প্রতি এক মাঠকর্মীকে ঘাড়ধাক্কা দিয়ে বিতর্কে পড়েছেন। দল নির্বাচনী সভায় অবশ্য এ সব গুরুত্ব পায়নি। বাংলাদেশের ১৫ জনের বিশ্বকাপ টিমের ক্যাপ্টেন করা হল নাজমুল হোসেন শান্তকেই। এ ছাড়া বাংলাদেশের বিশ্বকাপে দলে তেমন চমক নেই। সহকারী অধিনায়ক করা হয়েছে তাসকিন আহমেদকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ডি গ্রুপে রয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ড ও নেপালের সঙ্গে। ৭ জুন শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু বাংলাদেশের। নাজমুলরা চাইছেন শুরু থেকেই জয়ের ধারা ধরে রাখতে পারেন। যদিও বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স তেমন উজ্জ্বল নয়। তবে এই ফর্ম্যাটে সাকিবদের কিন্তু হালকা নেওয়া যাবে না। যে কোনও মুহূর্তে জ্বলে উঠতে পারেন তাঁরা। বিশ্বকাপে পা রাখার আগে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। টিমকে এক সুতোয় বাঁধার কাজটা করতে শুরু করে দিয়েছেন নাজমুল।

বাংলাদেশের পুরো টিম: নাজমুল হোসেন (ক্যাপ্টেন), তাসকিন আহমেদ (ভাইস ক্যাপ্টেন), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলি অনীক, তনবীর ইসলাম, মেহেদি হাসান, রিসাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

Leave a Reply