এবিডি বলার কে… হঠাৎই হার্দিকের পাশে দাঁড়িয়ে পড়লেন ‘অন্য’ গম্ভীর


কলকাতা: স্রেফ সমালোচনাই কি প্রাপ্য তাঁর? ক্যাপ্টেন হওয়ার পর থেকে যেন কোণঠাসা হয়ে পড়েছেন। যে পারছেন, প্রশ্ন তুলে দিচ্ছেন তাঁর ক্যাপ্টেন্সি স্টাইল নিয়ে। টিমের ব্যর্থতার দায় চাপিয়ে দেওয়া হয়েছে তাঁরই ঘাড়ে। এমনটা হবে কেন? প্রশ্ন যেমন তুলে দিলেন, তেমনই হার্দিক পান্ডিয়ার পাশে দাঁড়িয়ে পড়লেন গৌতম গম্ভীর। কেকেআরের মেন্টর বরাবর জুনিয়রদের পাশে থেকেছেন। নাইটদের সংসারে ফিরেও তাঁর সেই মনোভাব পাল্টায়নি। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের নেতা হওয়ার পর থেকে রোহিত শর্মার ভক্তরা তাঁকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। আইপিএল শুরু হতেই হার্দিকের নেতৃত্বের ধরণ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এবি ডে ভিলিয়ার্সের মতো প্রাক্তন ক্রিকেটারও প্রবল সমালোচনা করেছেন। যা একেবারেই মেনে নিচ্ছেন না গম্ভীর। কী বললেন?

গম্ভীরের কথায়, ‘কোন বিশেষজ্ঞ কী বলল, সেটা গুরুত্বপূর্ণ নয়। কিছু বলাটা তাদের কাজ। আমার মনে হয় কারও ক্যাপ্টেন্সি তার টিমের পারফরম্যান্স দিয়েই বিচার উচিত। যদি এ বার মুম্বই ভালো ফল করত, সবাই হার্দিকের প্রশংসা করত। হার্দিক একটা অন্য টিম থেকে এসেছে। ওর সময় লাগবে খানিকটা। প্রতি দিন, প্রতি ম্যাচে ওকে বিচার করাটা ঠিক নয়। যে প্রাক্তনরা ওর সমালোচনা করছে, তারা যখন কোনও টিমের ক্যাপ্টেন্সি করেছে, সেই সময় তাদের কী পারফরম্যান্স ছিল, খতিয়ে দেখা উচিত। সেটা এবিডি হোক আর কেভিন পিটারসেন হোক। আমার মনে হয় না ওদের কেরিয়ারে ক্যাপ্টন্সি কখনও ছিল। ওদের রেকর্ডে চোখ বোলালেই দেখতে পাবেন, ওরা ক্যাপ্টেন হিসেবে অন্যদের থেকে অনেক পিছিয়ে। তুলনা করলে কমলা লেবুর সঙ্গে কমলা লেবুরই হওয়া উচিত। কমলা লেবুর সঙ্গে আপেলের হবে না।’

ভারতীয় ক্রিকেট সংস্কৃতিতে বারবার এমন চরিত্র উঠে এসেছেন। যাঁরা স্রেফ সমালোচনাই করেছেন। টিমের সাফল্য দিয়ে বিচার করা হয় না ক্যাপ্টেনকে। হার্দিক গুজরাট টাইটান্সকে দু’বার ফাইনালে তোলার পর মুম্বইয়ে ফিরেছেন। ক্যাপ্টেন হিসেবে তিনি যদি খারাপ হতেন, তা হলে গুজরাট আইপিএল ফাইনালে দু’বার উঠতে পারত না। মুম্বইয়ের একটা মরসুম দিয়ে হার্দিককে বিচার করাটা ঠিক নয়।

Leave a Reply