ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্লে-অফের আগেই নকআউট! আপাতত পরিস্থিতি এটাই। প্লে-অফে তিনটি দল নিশ্চিত। কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালসের পর তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত হয়েছে সানরাইজার্স হায়দরাবাদের। চতুর্থ স্পটের জন্য অঙ্কের বিচারে অন্তত চারটি দল রয়েছে। বাস্তবে দুটি। আর সেই দুই দল হল চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার প্লে-অফে যাওয়ার নকআউট ম্যাচে মুখোমুখি হতে চলেছে আরসিবি ও সিএসকে। কেন নকআউট?
পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের ঝুলিতে রয়েছে ১৪ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচ খেলে ১২ পয়েন্ট। দক্ষিণী ডার্বিতে চেন্নাই সুপার কিংস জিতলে ছিটকে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আবার আরসিবি যদি ১৮ রানের ব্যবধানে চেন্নাইকে হারায় বা রান তাড়ায় ১৮.১ ওভারের আগেই জেতে, তা হলে নেট রান রেটে প্লে-অফে চলে যাবে আরসিবি। আর বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে! কোনও অঙ্ক কাজ করবে না। চেন্নাই সুপার কিংস প্লে-অফে।
চেন্নাই সুপার কিংস টিম বেঙ্গালুরুতে পৌঁছে গিয়েছে। শনিবারের ম্যাচে প্রতিপক্ষ। তবে মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মারা সত্যিই কোনও এক ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার কি? টেকনিক্যালি তাই। কিন্তু বাস্তবে, দেশের প্লেয়ার। লেজেন্ড। তাদের কোনও প্রতিপক্ষ হয় না। বেঙ্গালুরুর গ্যালারি নিঃসন্দেহে আরসিবির জন্য গলা ফাটাবে। আবার মহেন্দ্র সিং ধোনির জন্যও। যেমনটা চেন্নাইয়ের মাঠে হয়েছিল। সিএসকের জয়ের প্রার্থনায় প্রত্যাশা ছিল, বিরাট কোহলি ভালো খেলুক।
মহেন্দ্র সিং ধোনি যে সব জায়গায় একই রকম শ্রদ্ধার চরিত্র, বেঙ্গালুরুর একটা ছোট্ট উদাহরণই যথেষ্ঠ। হঠাৎই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ড্রেসিংরুমে ঢুকে গিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। আরসিবি সাপোর্ট স্টাফদের অভিব্যক্তি ছিল দেখার মতো। বিশ্বাসই করতে পারছিলেন না, মহেন্দ্র সিং ধোনি ড্রেসিংরুমের বাইরে দাঁড়িয়ে। হাতে একটা কাপ!
আরসিবি ড্রেসিংরুমে চা-পর্ব চলছিল। ধোনিও দরজার বাইরে থেকেই নিজের কাপটা এগিয়ে দেন। আরসিবি সাপোর্ট স্টাফ নিজের কাছে থাকা একটি কাপে চা ঢেলে মাহির দিকে এগিয়ে দেন। সেই সাপোর্ট স্টাফের প্রতিটি অভিব্যক্তিতেই ঝরে পড়েছিল অসীম শ্রদ্ধা। মহেন্দ্র সিং ধোনির প্রাপ্য যে এটাই।