অভিষেকের মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে মন জয় করলেন GT ক্যাপ্টেন শুভমন


অভিষেকের মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে মন জয় করলেন GT ক্যাপ্টেন শুভমনImage Credit source: X

কলকাতা: ছেলেবেলার বন্ধুদের স্বপ্ন যখন একসঙ্গে পূরণ হয়, তার থেকে আনন্দের মুহূর্ত আর কিছু হয় না। শুভমন গিল (Shubman Gill) ও অভিষেক শর্মা (Abhishek Sharma) ছেলেবেলার বন্ধু। তাঁরা দু’জনই ভারতের হয়ে অনূর্ধ্ব-১৪-র সময় থেকে একসঙ্গে খেলেছেন। এরপর অনূর্ধ্ব-১৯ বিভাগেও একসঙ্গে খেলেছেন। এ বার আইপিএলেও তাঁরা একসঙ্গে খেলছেন, যদিও তাঁদের টিম আলাদা। কিন্তু আইপিএলের মঞ্চে তাঁরা প্রতিপক্ষ হলেও বন্ধুত্বের ঝলক বেশ ভালোই ফুটে উঠেছে। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটান্সের ম্যাচ ছিল। একটিও বল মাঠে গড়ায়নি। তবে মাঠে দেখা গিয়েছে শুভমনের এক অন্য রূপ।

গুজরাট টাইটান্সের গত ম্যাচটি ভেস্তে যাওয়ার কারণে শুভমন গিলরা প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল। এ বার অরেঞ্জ আর্মির বিরুদ্ধে গুজরাট টাইটান্সের নিয়মরক্ষার ম্যাচটিও খেলা হল না। সোশ্যাল মিডিয়ায় শুভমন গিলের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে তিনি তাঁর ছেলেবেলার বন্ধু অভিষেক শর্মা ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন। শুভমনকে সেখানে দেখা যায় অভিষেকের মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে। এবং অভিষেকের বোনের সঙ্গে হ্যান্ডশেক করতে। গিল ও অভিষেক পূর্ব পরিচিত হওয়ায় তাঁদের মধ্যে আলাদা বন্ডিং বেশ নজরে পড়ে।

এ বারের মতো আইপিএল যাত্রা শেষ গুজরাটের। এই সফর শেষে সোশ্যাল মিডিয়া সাইট X এ শুভমন গিল লিখেছেন, ‘আমরা যেভাবে আশা করেছিলাম সেভাবে টুর্নামেন্টটা শেষ হবে না। অনেক কিছু শিখলাম এবং দারুণ কিছু স্মৃতিতে ভরা একটা মরসুম কাটালাম। আমি তিন বছর ধরে এই সুন্দর পরিবারের অংশ এবং এটা এমন যাত্রা যা আমি কখনওই ভুলব না। আমি সকল ভক্তদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের সমর্থন করেছেন এবং কঠিন সময়ে আমাদের ভালোবেসেছেন। আভা দে।’



Leave a Reply