Shubman Gill: গুজরাট ছাড়ছেন? শুভমন গিলকে ঘিরে হঠাৎই জল্পনা তুঙ্গে
কলকাতা: সুযোগ পেয়েছিলেন। কিন্তু কাজে লাগাতে পারলেন না। ক্যাপ্টেন হিসেবে অভিষেকটা ভালো গেল না শুভমন গিলের (Shubman Gill)। অবশ্য তার জন্য মন্দ কপালকেও দায়ী করা যেতে পারে খানিকটা। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গতকালের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। তার আগেও একটা ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়ে যায়। এই দুটো ম্যাচ যদি জিততে পারত গুজরাট টাইটান্স, তা হলে টানা তৃতীয় বার প্লে-অফে ওঠার রেকর্ড করত আমেদাবাদের টিম। তা হয়নি। আর তাই আক্ষেপে ডুবে গিয়েছেন শুভমন গিল। সেই সঙ্গে এক নতুন জল্পনা চলছে তাঁকে ঘিরে। যা ক্রমশ বাড়ছে।
গুজরাটের জন্মলগ্ন থেকে খেলছেন শুভমন। হার্দিক টিম ছাড়ার পর তাঁকেই দেওয়া হয়েছিল নেতৃত্বের দায়িত্ব। যা সফল ভাবে পালন করার চেষ্টা করেছিলেন। কিন্তু টিম সে ভাবে পারফর্ম করতে পারেনি। শুভমনও শুরুর দিকে ব্যাট হাতে সে ভাবে পারফর্ম করতে পারছিলেন না। সেখান থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছিলেন। হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ধুরে যাওয়ার পর দৃশ্যতই হতাশ দেখাচ্ছিল শুভমনকে। গতকালই আইপিএল শেষ হয়ে গিয়েছে গুজরাটের। পঞ্জাবের ক্রিকেটার ম্যাচের পর টুইট করেছেন, ‘এই ভাবে আইপিএলটা শেষ হোক, আমরা চাইনি। তবে এই মরসুম থেকে অনেক শিখতে পারলাম। সেই সঙ্গে কিছু স্মৃতিও থাকল। একটা চমৎকার পরিবারের সঙ্গে তিন বছর জুড়েছিলাম। এই যাত্রা পথটা কখনও ভুলব না। যে সমর্থকরা ভালো দিয়েছেন, পাশে থেকেছেন, তাঁদের ধন্যবাদ।’
Not the way we hoped it would end, but it’s been a season full of learning and some great memories. I’ve been a part of this beautiful family for three years, and it’s been a journey I will never forget. I want to thank all the fans who supported us and showed us love when times… pic.twitter.com/7GuceNPoF3
— Shubman Gill (@ShubmanGill) May 16, 2024
এই টুইটাই গুঞ্জন বাড়িয়ে দিয়েছে। অনেকেই বলতে শুরু করেছেন, আসলে ফেয়ারওয়েল স্পিচ দিয়েছেন শুভমন। আগামী বছর আইপিএলের মেগা নিলাম। তাতে কি নাম লেখাতে চলেছেন শুভমন? কারণ কী? এ সব নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। ভারতীয় ক্রিকেটের প্রিন্স শুভমন কি খুশি ছিলেন না গুজরাটে, তাও বলতে শুরু করেছেন অনেকে। সব মিলিয়ে শুভমনের টুইটই এখন আলোচনার বিষয়।