MI এর আইপিএল সফর শেষ হতেই নির্বাসিত হার্দিক পান্ডিয়া


Hardik Pandya: MI এর আইপিএল সফর শেষ হতেই নির্বাসিত হার্দিক পান্ডিয়াImage Credit source: BCCI

কলকাতা: এ বারের মতো আইপিএল সফর শেষ মুম্বই ইন্ডিয়ান্সের। পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এই মুহূর্তের পয়েন্ট টেবলের লাস্ট বয়। রোহিত শর্মার জমানা শেষ হওয়ার পর মুম্বইয়ের অবস্থা ভীষণ খারাপই হল। ১৭তম আইপিএলে (IPL) হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। তাতে প্রাপ্তির জায়গায় অপ্রাপ্তির ঝুলিই ভরেছে। ১৪ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের জয় মাত্র ৪টিতে। হার ১০টিতে। এই পরিস্থিতিতে জানা গিয়েছে, ১৭তম আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের যাত্রা শেষ হতেই নির্বাসিত হয়েছেন হার্দিক পান্ডিয়া।

কেন নির্বাসিত হয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া?

আসলে এই নিয়ে চলতি আইপিএলে তিন বার স্লো ওভার রেটের জরিমানা হল হার্দিক পান্ডিয়ার। হার্দিকের এ বার ৩০ লক্ষ টাকা জরিমানা হয়েছে। এবং নিয়ম অনুযায়ী এক ম্যাচ তিনি নির্বাসিত। এ বারের আইপিএলে গ্রুপ পর্বে মুম্বইয়ের ১৪টি ম্যাচ শেষ। তাই আগামী আইপিএলের প্রথম ম্যাচে হার্দিক খেলতে পারবেন না।

আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনও টিম টুর্নামেন্টে প্রথম বার স্লো ওভার রেটের অপরাধ করলে ক্যাপ্টেনকে দিতে হয় ১২ লক্ষ টাকা। দ্বিতীয় বার একই অপরাধ করলে টিমের অধিনায়ককে দিতে হয় ২৪ লক্ষ টাকা। আর সেই টিম তৃতীয় বার একই অপরাধ করলে টিমের ক্যাপ্টেনের ৩০ লক্ষ টাকা জরিমানা হয় এবং একটি ম্যাচ নির্বাসিত হন অধিনায়ক।

মুম্বই ইন্ডিয়ান্স টিম ১৭তম আইপিএলে তিন বার স্লো ওভার রেটের অপরাধ করেছে বলে, হার্দিক পান্ডিয়ার পাশাপাশি মুম্বইয়ের প্লেয়িং ইলেভেনে থাকা বাকি ক্রিকেটার এবং ইমপ্যাক্ট পরিবর্তদের ১২ লক্ষ বা তাঁদের ম্যাচ ফি-র ৫০ শতাংশ আর্থিক জরিমানা হয়েছে।



Leave a Reply