ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ বার প্লে-অফের পালা। লিগ পর্বের শেষ ম্যাচ ছিল রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্সের। যদিও বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে গিয়েছে। এর আগে আমেদাবাদে গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স, হায়দরাবাদে সানরাইজার্স বনাম টাইটান্স ম্যাচও বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। লিগ পর্বের ৭০টি ম্যাচের সফর শেষ। প্লে-অফ শুরু হচ্ছে ২১ মে। গুয়াহাটির পর কলকাতা নাইট রাইডার্সের গন্তব্য ফের আমেদাবাদ।
সূচি অনুযায়ী প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচ হবে আমেদাবাদে। দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম অর্থাৎ চিপকে। পয়েন্ট টেবলে শীর্ষস্থান আগেই নিশ্চিত করেছিল কলকাতা নাইট রাইডার্স।
Next Stop 👉 Ahmedabad! ✈️
𝗤𝘂𝗮𝗹𝗶𝗳𝗶𝗲𝗿 𝟭 calling 💜🧡
Kolkata Knight Riders 🆚 Sunrisers Hyderabad#TATAIPL | #KKRvSRH | #Qualifier1 | @KKRiders | @SunRisers pic.twitter.com/NvGURFEmnz
— IndianPremierLeague (@IPL) May 19, 2024
রবিবার ছিল ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও পঞ্জাব কিংস। ঘরের মাঠে পঞ্জাব কিংসকে হারায় সানরাইজার্স। দ্বিতীয় ম্যাচটি ভেস্তে যাওয়ায় নেট রান রেটে পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থান নিশ্চিত সানরাইজার্সের।
- আগামী ২১ মে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। যে দল জিতবে, সরাসরি ফাইনালে জায়গা করে নেবে।
- পরদিন অর্থাৎ ২২ মে একই স্টেডিয়ামে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হারলে বিদায়। জিতলে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ।
- প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল এবং এলিমিনেটরে জয়ী দল ২৪ মে চেন্নাইতে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে।
- আগামী ২৬ মে ফাইনাল চেন্নাইতে। প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল।