RCB, IPL 2024: ভিলেন থেকে হিরো… RCB নেতা ডু’প্লেসির কাছে যশই সেরার সেরাImage Credit source: BCCI
কলকাতা: যশ দয়াল… গত আইপিএলে তিনি হয়েছিলেন গুজরাট টাইটান্সের ভিলেন। যশ দয়ালের (Yash Dayal) এক ওভারে রিঙ্কু সিং টানা ৫ বলে ৫ ছয় মেরেছিলেন। তারপর থেকে সকলে দুষছিলেন যশকে। সেই সময় যশের ভাগ্যে ভিলেন তকমা জুটে গিয়েছিল। এ বার চিন্নস্বামীতে যশ শাপমোচন করলেন। সিএসকের (CSK) বিরুদ্ধে আরসিবির (RCB) মরণ বাঁচন ম্যাচে দুরন্ত বল করেন যশ। যে কারণে আরসিবির ক্যাপ্টেনের চোখে যশই সেরার সেরা।
শনি-রাতে চিন্নাস্বামীতে আরসিবির লক্ষ্য ছিল চেন্নাই সুপার কিংসকে হারানো। এবং নিজেদের নেট রানরেট বাড়ানো। আরসিবির দেওয়া ২১৯ রানের টার্গেট তাড়া করতে নামে সিএসকে। শেষ ওভারে চেন্নাইয়ের টার্গেট ছিল ১৭ রান। ডু’প্লেসি সিএসকের শেষ ওভারে বল তুলে দেন যশ দয়ালের হাতে। শেষ ওভারে মহেন্দ্র সিং ধোনির (১৩ বলে ২৫ রান করেন ধোনি) গুরুত্বপূর্ণ উইকেট ও ৭ রান দেন যশ দয়াল। দিয়েছেন ৩টি ডট বল। তাতেই ম্যাচ জিতে নেয় আরসিবি।
১৭তম আইপিএলের প্লে অফে কোয়ালিফাই করা চতুর্থ দল আরসিবি। সিএসকের বিরুদ্ধে ম্যাচের সেরার পুরস্কার পান আরসিবি অধিনায়ক। ম্যাচের শেষে আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি বলেন, ‘আমি প্লেয়ার অব দ্যা ম্যাচ দিতে চাইছি যশ দয়ালকে। ও যেভাবে বোলিং করেছে তা এক কথায় অবিশ্বাস্য। ওকে শেষ ওভারে বল তুলে দেওয়ার সময় বলেছিলাম, নিজের ওপর বিশ্বাস রাখতে। ইয়র্কার কাজ না দেওয়ায় পেস-অফের সাহায্য নিতে বলি। সেটাই কাজে দিয়েছে।’
Nerves of steel 👏#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 #RCBvCSK pic.twitter.com/JQy5Qd2BQb
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 18, 2024
শেষ অবধি ২৭ রানে ম্যাচ জিতে ১৭তম আইপিএলের প্লে অফের টিকিট পেল ফাফ ডু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলি, যশ দয়ালরা ২২ মে প্লে অফে খেলবেন। ওই ম্যাচে আরসিবির প্রতিপক্ষ কোন টিম হবে, তা জানা যাবে আজ।