RCB: ভোর ৩টে-তেও কোহলি ম্যানিয়ায় মেতে বেঙ্গালুরু, সেলিব্রেশনে ডুবে RCB ভক্তরা
Image Credit source: BCCI
কলকাতা: এমন এক রাতের সাক্ষী হতে হবে, অনেক আরসিবি (RCB) ভক্ত ভাবেননি। ১৮ মে, দিনটা আরসিবি অনুরাগীদের কাছে বিশেষ। তাঁদের সমস্ত প্রার্থনা কাজে লেগেছে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে চিন্নাস্বামীতে মহেন্দ্র সিং ধোনির সিএসকেকে (CSK) হারিয়েছে আরসিবি। তার পর থেকেই বেঙ্গালুরুর ভক্তরা সেলিব্রশনে মেতেছে। আইপিএলের (IPL) ওই ম্যাচ শেষে শনি-রাতের ১.৩০ থেকে শুরু করে ভোর ৩টে-তেও বেঙ্গালুরুর ভক্তরা এক আলাদাই মেজাজে ছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।
আইপিএলের ইতিহাসে এই নিয়ে তৃতীয় বার সিএসকে প্লে অফে উঠল না। শনি-রাতের আইপিএল ম্যাচের পর চেন্নাই সুপার কিংসের অনুরাগীদের মন ভারাক্রান্ত ছিল। আর তার ঠিক উল্টোটা ছিল আরসিবি ভক্তদের মনে। এত ফুর্তি, এত খুশিতে আরসিবির অনুরাগীদের মরসুমের শুরুর দিকে দেখা যায়নি।
আরসিবি ১৭তম আইপিএলে টানা হাফ ডজন ম্যাচ জিতে প্লে অফের টিকিট পেয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সোশ্যাল মিডিয়া সাইট X এ ১৯ তারিখ প্রায় ভোর তিনটে নাগাদ একটি ২.৪০ মিনিটের ভিডিয়ো শেয়ার করেছে। যেখানে দেখা যায় আরসিবির টিম বাস স্টেডিয়াম থেকে টিম হোটেলে যাওয়া অবধি রাস্তার চারিদিকে বেঙ্গালুরুর অনুরাগীরা। সকলের চোখে মুখে ফুটে উঠছিল খুশি।
This was at 1:30 am tonight… This is what makes it all the more special. ❤ We have the best fans in the world and we’re so proud of it. 🤗#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 #RCBvCSK pic.twitter.com/tVnVRoxQ8O
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 18, 2024
এ ছাড়াও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে, ভোর তিনটে নাগাদ আরসিবির অনুরাগীরা ‘কোহলি… কোহলি…’ স্লোগান দিচ্ছেন। যা আরও একবার প্রমাণ করে দিল যে, বিরাটের এবং আরসিবির ভক্তরা টিমটাকে কতটা ভালোবাসে।
RCB fans chanting “Kohli, Kohli, Kohli” at 3 am after the win vs CSK. 🔥
– The Craze for Kohli is going to another level. pic.twitter.com/bHAjiPnil5
— Johns. (@CricCrazyJohns) May 19, 2024
শনি-রাতে বিরাটরা চেন্নাইকে হারাতেই বেঙ্গালুরুর পথ-ঘাটে যেন নেমে এসেছিলেন সেখানকার সকল আরসিবি ভক্তরা। বিরাটরা জেতার পর আতসবাজিও দেখা যায় বেঙ্গালুরুর আকাশে।