অরেঞ্জ আর্মির অভিষেক শর্মার ‘L’ সেলিব্রেশনের কারণ জানেন?


অরেঞ্জ আর্মির অভিষেক শর্মার ‘L’ সেলিব্রেশনের কারণ জানেন?Image Credit source: BCCI

কলকাতা: অরেঞ্জ আর্মির ওপেনার অভিষেক শর্মা ১৭তম আইপিএলে শোরগোল ফেলে দিয়েছেন। বছর চব্বিশের এই তরুণের জন্য প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার হরভজন সিং। তাঁর মতে, ভারতীয় টিমের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। ভাজ্জির মতে অভিষেকের মধ্যে ভারতীয় ক্রিকেট টিমে ঢোকার প্রবল সম্ভবনা রয়েছে। অভিষেক চলতি মরসুমে দুরন্ত ছন্দে রয়েছেন। এ বারের আইপিএলে (IPL) তিনি এক বিশেষ L সেলিব্রেশন করছেন। অনেকের মনেই প্রশ্ন জাগছে তিনি কেন এই সেলিব্রেশন করছেন? এ বার সেই কারণ জানালেন অভিষেক শর্মা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সোশ্যাল মিডিয়া সাইট X এ একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে হায়দরাবাদের ওপেনার অভিষেক শর্মা বলেন, ‘আমি সব সময় এটাই ভাবি যে আমার টিম যেন জেতে। এবং আমি সেই জয়ে যেন অবদান রাখতে পারি। আজ সেটাই করতে পেরেছি বলে আমি খুশি।’

এরপর L সেলিব্রেশন প্রসঙ্গে অভিষেক শর্মা বলেন, ‘আমি প্রথম ম্যাচে এল (L) সেলিব্রেশন শুরু করেছিলাম। হেড এবং আমি এটা করেছিলাম। দু’জনের কাছে ওই সেলিব্রেশন বেশ ব্যক্তিগত। তবে আমরা বলতে চাই, ভালোবাসা ছড়াচ্ছি। L বলতে বোঝাতে চাই ভালোবাসা। আমার পুরো পরিবার, বাবা ছাড়া এখানে এসেছে। যে কারণে ম্যাচটা আমার কাছে স্পেশাল। ওরা যে এসে আমার খেলা দেখেছে, তা আমার কাছে বিশেষ। এই খুশির মুহূর্তটা আমরা একসঙ্গে উপভোগ করেছি।’

ওই ভিডিয়োতে অভিষেক শর্মার সঙ্গে রাহুল ত্রিপাঠীকেও দেখা যায়। যাঁরা হায়দরাবাদকে প্রথম কোয়ালিফায়ারে তুলেছেন। সেখানে রাহুল বলেন, ‘আমি চোটের কারণে কয়েকটা ম্যাচ বেঞ্চে কাটিয়েছি। ভাবছিলাম যখন সুযোগ পাব, ভালো খেলব। সেটাই করার চেষ্টা করেছি।’



Leave a Reply