IPL 2024: ভারতীয় টিমের দরজার কাছে ঘুরছে, ও একদিন ঢুকে পড়বে… ভাজ্জির দরাজ সার্টিফিকেট পেলেন কে?Image Credit source: X
কলকাতা: তরুণ তুর্কিরা যে আইপিএলে (IPL) ছাপ ফেলবেন, এমনটা অনেকেই মনে করেন। এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সেই ছবিটা দেখা গিয়েছে। বছর ২৪ এর এক তরুণ ক্রিকেটারকে নিয়ে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার হরভজন সিং (Harbhajan Singh) শোনালেন বিরাট কথা। ভাজ্জির মতে অরেঞ্জ আর্মির এক তরুণ ভারতীয় টিমে সুযোগ পাওয়ার যোগ্য। এ বারের আইপিএলে নজরকাড়া তরুণ প্লেয়ার হিসেবে তাঁকে বেছেছেন ভারতীয় ক্রিকেটের টার্বোনেটর। কোন ক্রিকেটারের কথা বলেছেন হরভজন সিং?
চলতি আইপিএলে ১৩টি ম্যাচ খেলে অরেঞ্জ আর্মির অভিষেক শর্মা করেছেন ৪৬৭ রান। রয়েছে তিনটি হাফসেঞ্চুরি। সেই অভিষেককে দরাজ সার্টিফিকেট দিয়েছেন হরভজন সিং। তিনি স্টার স্পোর্টসকে এক ক্রিকেট শো-তে বলেন, ‘ভারতীয় টিমের দরজায় ও শুধু কড়া নাড়ছে না। এক্কেবারে ভারতীয় টিমের দরজা ভাঙার জন্য তৈরি হয়ে গিয়েছে। আর ওর জন্য দরজা খুলবেই। পুরো মরসুমে যে ভাবে ও ব্যাটিং করেছে, আমার মনে হয় না আর কোনও তরুণ এ বার ওর থেকে ভালো খেলেছে। এই মরসুমটা ওর দারুণ কাটছে। ব্যাট হাতে ও যেন পুরো শাসন করেছে। বোলিং ভালো করে। বেশ ভালো অলরাউন্ডার। গত এক-দেড় কী দুই বছরে ওর যে উন্নতি হয়েছে তাতে আমি খুশি। আগে শুধু ঝলক দেখতাম, এ বার তো পুরো সিনেমাই দেখলাম।’
“Inn se acche spin ko iss tournament me kisi ne nahi khela”, #MohammadKaif & #HarbhajanSingh are in awe of #AbhishekSharma‘s talent and his bright future 😍
How impressed are you with this youngster? 👀
📺 | #KKRvSRH | WED, 21 May, 6:30 PM | #IPLOnStar pic.twitter.com/VAVYX53JTi
— Star Sports (@StarSportsIndia) May 20, 2024
রবিবার বিকেলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৮ বলে ৬৬ রান করেন হায়দরাবাদের অভিষেক শর্মা। ভাজ্জির মতে, অভিষেকের ব্যাটে শতরান আসার কথা ছিল। তা না এলেও অভিষেককে নিয়ে গর্বিত হরভজন। তিনি বলেন, ‘একটা ইমপ্যাক্ট ফেলেছে ও। আমার সঙ্গে পঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফিতে যখন খেলেছে, তখন ও ছোট ছিল। সেখান থেকে ও যে জায়গায় পৌঁছেছে, তাতে আমি ভীষণ খুশি। আগের থেকে অনেক উন্নতি করেছে। ভারতীয় দলের দরজার কাছাকাছি ঘুরছে। একদিন এ বার ও ঠিক ঢুকে পড়বে।’