সামনে টি-২০ বিশ্বকাপ, রোহিত শর্মার ‘মান ভাঙাতে’ আসরে স্টার স্পোর্টস


Rohit Sharma: সামনে টি-২০ বিশ্বকাপ, রোহিত শর্মার ‘মান ভাঙাতে’ আসরে স্টার স্পোর্টসImage Credit source: X

কলকাতা: ক্রিকেটারদের জীবনে ব্যক্তিগত বলে আর কিছু নেই। প্রতি মুহূর্তে তাঁদের ক্যামেরা ফলো করছে। যেখানেই তাঁরা যাচ্ছেন, যা করছেন সব কিছুর ভিডিয়ো তোলা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়েও দেওয়া হচ্ছে। ভারত অধিনায়ক রোহিত শর্মার এমনই বিস্ফোরণ ছিল রবিবার। তা নিয়ে জলঘোলা কম হয়নি। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) প্রাক্তন অধিনায়কের এই মন্তব্যের জন্য আইপিএলের (IPL) সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসকে বিতর্কের মুখেও পড়তে হয়েছে। এ বার তার জবাব দিল স্টার স্পোর্টস। সামনে টি-২০ বিশ্বকাপ। তার সম্প্রচার করবে স্টার স্পোর্টসই। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বেই ভারত বিশ্বকাপে খেলবে। আবার যাতে একইরকম পরিস্থিতি না তৈরি হয়, তাই আসরে স্টার স্পোর্টস কর্তৃপক্ষ।

রোহিত শর্মাকে ‘সবক’ শেখাল স্টার স্পোর্টস

নিয়ম এবং সীমা কোনওটাই লঙ্ঘন করেনি স্টার স্পোর্টস। সম্প্রতি এক বিবৃতি দিয়ে স্টার স্পোর্টস জানিয়েছে, ব্যক্তিগত কথাবার্তা তাদের পক্ষ থেকে প্রকাশ্যে আনা হয় না। রোহিত শর্মার অভিযোগের প্রেক্ষিতে আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলের কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, ‘গত ১৬ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলনের সময় স্টার স্পোর্টস ভিডিয়ো বানিয়েছিল। আর অনুশীলনের ছবি তোলার স্বত্ব স্টার স্পোর্টসের কাছে রয়েছে। ওই সময় মাঠের ধারে দাঁড়িয়ে এক জন সিনিয়র ক্রিকেটার তাঁর বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। তাঁদের কথাবার্তা ক্যামেরায় রেকর্ড করা হয়নি। এবং সম্প্রচারও করা হয়নি।’

আসলে রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্স বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচের আগে স্টার স্পোর্টসের ক্যামেরাম্যানকে বলেছিলেন, তাঁর অডিয়ো যেন সম্প্রচার না করা হয়। এই প্রসঙ্গে স্টার স্পোর্টসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সিনিয়র ক্রিকেটার তাঁর কথা রেকর্ড না করার জন্য অনুরোধ করেছিলেন। সেই অবধি রেকর্ড করা হয়েছিল। আর ম্যাচ শুরুর আগে প্রস্তুতির সব কিছু সরাসরি সম্প্রচার করার স্বত্ব আমাদের রয়েছে। আর এই ধরনের বিষয় আমাদের সম্পাদকীয় নীতির পরিপন্থী।’

স্টার স্পোর্টসের এই বিবৃতির পর রোহিত শর্মার ক্ষোভ খানিক কমেছে কিনা, তা জানা যায়নি।

Leave a Reply