কেকেআরকে রানের পাহাড়ের লক্ষ্য দিতে চায় অরেঞ্জ আর্মি, দেখুন Qualifier 1 এ দুই দলের একাদশ


KKR vs SRH Playing XI, IPL 2024: কেকেআরকে রানের পাহাড়ের লক্ষ্য দিতে চায় অরেঞ্জ আর্মি, দেখুন Qualifier 1 এ দুই দলের একাদশ

কলকাতা: মঞ্চ তৈরি। দুই দলও তৈরি। আজ রাতেই পাওয়া যাবে ১৭তম আইপিএলের (IPL) প্রথম ফাইনালিস্ট। ঠিক যেন কিং খানের ‘জওয়ান’ সিনেমার সংলাপ বলার মতো পরিস্থিতি, ‘কুর্সি কী পেটি বান্ধ লো…।’ কেকেআরের সমর্থকরা চাইছেন নাইট শিবিরে তৃতীয় আইপিএল ট্রফি দেখতে। তার জন্য আজ গৌতম গম্ভীরের দলকে জিততেই হবে। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম সেজে উঠেছে ১৭তম আইপিএলের প্রথম কোয়ালিফায়ারের জন্য। এই গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাতে মুখোমুখি শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (KKR) ও প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। আজ যে টিম জিতবে চলতি আইপিএলের (IPL) ফাইনালের টিকিট পাবে। টস জিতেছেন হায়দরাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স। কেকেআরকে রানের পাহাড় লক্ষ্য দিতে চায় সানরাইজার্স।

কলকাতা নাইট রাইডার্সের একাদশ – রহমানউল্লাহ গুরবাজ, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব আরোরা, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী।

ইমপ্যাক্ট পরিবর্ত – অনুকূল রায়, মনীশ পান্ডে, নীতীশ রানা, শ্রীকর ভরত, শেরফান রাদারফোর্ড।

সানরাইজার্স হায়দরাবাদের একাদশ – অভিষেক শর্মা, ট্রাভিস হেড, রাহুল ত্রিপাঠী, নীতীশ রেড্ডি, হেনরিখ ক্লাসেন, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার, বিজয়কান্ত বিশাখকান্ত ও টি নটরাজন।

ইমপ্যাক্ট সাবস্টিটিউট – উমরান মালিক, সনবীর সিং, গ্লেন ফিলিপস, ওয়াশিংটন সুন্দর ও জয়দেব উনাদকাট।

Leave a Reply