ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ার আজ। আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। লিগ পর্বে শীর্ষস্থানে ছিল কলকাতা নাইট রাইডার্স। সে সব ‘আপাতত’ অতীত। কোয়ালিফায়ারে সামনে বিধ্বংসী ব্যাটিং লাইন আপের সানরাইজার্স। মরসুমে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দু-দলই। ইডেন গার্ডেন্সে শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল কলকাতা। এ বার দু-দলই সমান সমান জায়গায়। বরং ব্যাটিংয়ের দিক থেকে এক শতাংশ এগিয়ে রাখা যায় সানরাইজার্সকে। আজ বাউন্ডারির বন্যা দেখা যেতে পারে। কেকেআর শিবিরে একটাই অস্বস্তি, ওপেনিং কম্বিনেশন। ফিল সল্ট দেশে ফিরেছেন। নারিনের সঙ্গে জুটি বাঁধবেন গুরবাজ। বৃষ্টিতে কেকেআরের শেষ দুটি ম্যাচ ভেস্তে গিয়েছিল। ফলে ম্যাচ প্র্যাক্টিস ছাড়াই নামতে হবে গুরবাজকে।