ভিডিয়ো: মিউনিখ থেকে উড়ে এল গম্ভীরের KKR এর জন্য বিশেষ বার্তা


ভিডিয়ো: মিউনিখ থেকে উড়ে এল গম্ভীরের KKR এর জন্য বিশেষ বার্তাImage Credit source: BCCI

কলকাতা: অপেক্ষার আর মাত্র কয়েকটা ঘণ্টা। মঙ্গলবার রাতে এ বারের আইপিএলের (IPL) প্রথম কোয়ালিফায়ার। সেখানে মুখোমুখি শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (KKR) ও প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। অরেঞ্জ আর্মিকে আজ রাতে হারাতে পারলেই ফাইনালের টিকিট পাবে কেকেআর। আর তা না পারলে কেকেআর আর একটা সুযোগ পাবে ২৪ মে। আপাতত প্রথম কোয়ালিফায়ারেই ফাইনালের টিকিট তুলে নিতে মরিয়া গৌতম গম্ভীরের দল। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মিউনিখ থেকে কেকেআরের জন্য উড়ে এল বিশেষ বার্তা।

বিস্তারিত আসছে…



Leave a Reply