ডলার হয়ে গেল রুমাল! চরম বিতর্কে পাকিস্তান ক্রিকেটার


টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে পাকিস্তান ক্রিকেট টিম। আয়ারল্যান্ড সিরিজ শুরু হয়েছিল হতাশায়। প্রথম টি-টোয়েন্টিতে হেরেছিল পাকিস্তান। চরম বিতর্কের পরিস্থিতি তৈরি হয়েছিল পাকিস্তান ক্রিকেটে। আয়ারল্যান্ডের মতো তথাকথিত দুর্বল দলের কাছে হারলে বাকিদের বিরুদ্ধে কী পরিস্থিতি হবে, এই নিয়েই অস্বস্তি ছিল। তবে বাকি দুটি ম্যাচ জিতে সিরিজও নিশ্চিত করেছিল পাকিস্তান। এ বার ইংল্যান্ড।

বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। আজ রাতেই প্রথম টি-টোয়েন্টি। তার আগে পাকিস্তান ক্রিকেটারের আচরণ ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। পাকিস্তানের তরুণ কিপার ব্যাটারের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যা নিয়েই বিতর্ক। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে আলোচনার কেন্দ্রে কিপার ব্য়াটার আজম খানের সেই ভিডিয়ো।

পাক তরুণ কিপারের কাছে ডলার হয়ে গেল রুমাল! যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, মার্কিন ডলারের নোট দিয়ে ঘাম মুছছেন আজম খান। পাকিস্তানের টিম বাসের ভিডিয়ো বলেই মনা করা হচ্ছে। তাতে ক্যাপ্টেন বাবর আজম সহ পাকিস্তানের অন্যান্য ক্রিকেটাররাও রয়েছেন।

স্বাভাবিক ভাবেই কোনও দেশের কারেন্সি দিয়ে ঘাম মোছার বিষয়টি কেউই ভালো ভাবে নিতে পারেননি। প্রচুর সমালোচনা হচ্ছে পাকিস্তান ক্যাপ্টেন বাবর আজমকে নিয়েও।



Leave a Reply