KKR, IPL 2024: পরিবার যখন ডেকেছে… অসুস্থ মাকে ট্রফি দিতে চান KKR এর গুরবাজImage Credit source: BCCI
কলকাতা: পরিবারের কঠিন সময়ে পাশে দাঁড়ানো ছাড়া আর কিছু কেউ ভাবেন না। আর পাঁচটা সাধারণ মানুষের মতো একই কাজ করেছেন আফগানিস্তানের উইকেটকিপার ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz)। কয়েক দিন আগে গুরবাজের মা অসুস্থ হয়ে পড়ায়, তিনি কেকেআর (KKR) শিবির ছেড়ে দেশে ফিরেছিলেন। তাঁর মা এখনও অসুস্থ। কিন্তু তিনি ভারতে ফিরে এসেছেন। আর এক পরিবারের টানে। কেকেআর গুরবাজের কাছে তাঁর আর এক পরিবার। সেই পরিবার সমস্যায় পড়ায়, গুরবাজ উদ্ধারকর্তা হয়ে ফিরেছেন।
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মঙ্গলবার রাতে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলেছে কেকেআর। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ওই ম্যাচে কেকেআরের হয়ে ওপেনিংয়ে সুনীল নারিনের সঙ্গে নামেন আফগান তারকা রহমানউল্লাহ গুরবাজ। চলতি আইপিএলে প্রথম বার ব্যাটিং করলেন গুরবাজ। ইংল্যান্ডের ক্রিকেটার ফিল সল্ট দেশে ফিরে গিয়েছেন। ফলে নাইটদের সফল ওপেনিং জুটি ভাঙা ছাড়া আর কোনও উপায় ছিল না। যে কারণে আফগানিস্তানে মায়ের অসুস্থতার কারণে ফিরে যাওয়া গুরবাজের সঙ্গে নাইট টিম ম্যানেজমেন্ট যোগাযোগ করে। এবং তিনি আসতে পারবেন কিনা জানতে চাওয়া হয়।
অরেঞ্জ আর্মির বিরুদ্ধে উইকেট কিপিং করার পাশাপাশি ব্যাটিংও করেন গুরবাজ। ২টি ক্যাচ নেন এবং ২৩ রান করেন। প্রথম কোয়ালিফায়ারের শেষে গুরবাজ বলেন, ‘ক্রিকেটার হিসেবে আমরা জানি ঠিক কোন পরিস্থিতিতে কী করতে হয়। লিগ ক্রিকেটে কম প্লেয়ার খেলার সুযোগ পায়। সুযোগ পাওয়া মানেই ভালো খেলতে হবে। আর সুযোগ না পেলেও নিজেকে তৈরি রাখতে হয়। কখন সুযোগ আসবে, সেই সময় ভালো পারফর্ম করার জন্য।’
অসুস্থ মা-কে ফেলে রেখে এসেছেন গুরবাজ। তিনি বলেন, ‘আমার মা এখনও অসুস্থ। আমি দেশে ফিরে যাওয়ার পর আমার কাছে ফোন এসেছিল যে ফিল সল্ট টিম ছেড়ে যাচ্ছে। টিম ম্যানেজমেন্ট জানায় আমাকে প্রয়োজন। এই বিষয়ে আমি কী ভাবছি জানতে চায়। আমি জানাই আসছি। আমার মা এখনও হাসপাতালে রয়েছে। আমি নিয়মিত তাঁর খোঁজ নিচ্ছি এবং পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছি। আমাকে দুটো দিকই দেখতে হচ্ছে। একদিকে মা আর একদিকে কেকেআরও আমার পরিবার। পরিস্থিতি কঠিন। কিন্তু মানিয়ে নিতে হচ্ছে।’
গুরবাজ যেমন প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ পেলেন, তেমনই তিনি ফাইনালেও খেলবেন। এ বার নাইট জার্সিতে ট্রফি জিততে পারলে, তাঁর এই মা-কে ছেড়ে ভারতে ফেরা স্বার্থক প্রমাণিত হবে।