RCB, IPL 2024: বিরাটদের আকাশবাণী: খারাপ দিন যে কোনও সময় আসতে পারেImage Credit source: RCB X
কলকাতা: টানা হাফডজন ম্যাচ জয়ের পর আত্মবিশ্বাস বেশ টগবগে আরসিবির (RCB)। এ বার বিরাট কোহলিদের (Virat Kohli) সেই খুশিতে ‘উড়তে’ মানা করছেন দেশের এক প্রাক্তন ক্রিকেটার। তাঁর মতে, ‘একটা খারাপ দিন যে কোনও সময় আসতে পারে।’ আজ রাতে পিঙ্ক আর্মির বিরুদ্ধে আইপিএলের (IPL) এলিমিনেটর ম্যাচ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাঁর আগে আরসিবিকে সতর্কবার্তা দিলেন কে?
আত্মবিশ্বাস ভালো। কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো নয়। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচে সেই অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাতে নিষেধ করছেন আকাশ চোপড়া। দুই রয়্যালের লড়াই আজ জমবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে। তার আগে নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেছেন, ‘সন্দেহ নেই বেঙ্গালুরুর রাশ ভারি রয়েছে। ওরা এটা জয়ের ছন্দের মধ্যে রয়েছে। তবে ওদের বিরুদ্ধে যেতে পারে একটাই জিনিস। তা হল আরসিবি টানা ছ’টি ম্যাচ জিতেছে। একটা খারাপ দিন কিন্তু যে কোনও সময় আসতে পারে। ওদের মধ্যে জয়ের খিদেটা রয়েছে। তাই আমি আরসিবিকে এগিয়ে রাখছি।’
One game at a time! 👊#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 #RRvRCB pic.twitter.com/aK1JQXjq5F
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 22, 2024
বেঙ্গালুরু টিমের প্রসঙ্গ উঠবে আর বিরাট কোহলিকে নিয়ে কথা হবে না, তাও আবার হয় নাকি! আকাশ চোপড়া বলেন, ‘দলটার গ্রাফ দেখলে নজরে পড়বে ঊর্ধ্বমুখী। বিরাট কোহলির আবেগ, আগ্রাসন এবং ধারাবাহিকতা নিয়ে বলতেই হয়। ও একেবারে দুর্দান্ত পারফর্ম করছে। ও অপ্রতিরোধ্য। ও সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে ওকে কিছু করতেই হবে এবং ভালো পারফর্ম করে দেখাতে হবে।’
The numbers look good ✅
Our recent form looks better ✅#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 #RRvRCB pic.twitter.com/qZKOSKVRLF— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 22, 2024
বিরাট কোহলি এ বারের আইপিএলে সত্যিই অনবদ্য ছন্দে রয়েছেন। তাঁর ব্যাটে রানের বন্যা বয়ে চলেছে। চলতি আইপিএলে ১৪ ম্যাচে কোহলি এখনও অবধি করেছেন ৭০৮ রান। আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিরাট কোহলি ২৯ রান করলেই আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৮ হাজার রানের রেকর্ড পূর্ণ করবেন।