চেয়েছিলাম, কিন্তু… ভারতের কোচ হওয়ার লোভনীয় প্রস্তাব ফেরালেন কে?


Team India: চেয়েছিলাম, কিন্তু… ভারতের কোচ হওয়ার লোভনীয় প্রস্তাব ফেরালেন কে?Image Credit source: BCCI

কলকাতা: রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) পর কে হতে পারেন ভারতীয় টিমের (Team India) কোচ? দেশি-বিদেশি প্রাক্তন ক্রিকেটারদের নাম ঘুরছে বিসিসিআইয়ের (BCCI) অলিন্দে। কে নেই সেই তালিকায়! কিন্তু তালিকা যতই লম্বা হোক না কেন, একটা নাম বাদ দিতেই হচ্ছে। আর কেউ নন, তিনি নিজেই নিজেকে সরিয়ে রেখেছেন ভারতীয় টিমের কোচ হওয়ার দৌড় থেকে। ভারতীয় ক্রিকেট টিম বিশ্বের অন্যতম সফল। বিপুল প্রচার। অর্থের প্রাচুর্য কম নেই। যিনি ভারতীয় কোচের হটসিটে বসবেন, তিনি যে এই নেম-ফেম উপভোগ করবেন, তাতে আর আশ্চর্য কী! বিরল কেউ কেউ কি হন না? রাহুল দ্রাবিড় যেমন। অনুরোধ-উপরোধ থাকা সত্ত্বেও সরে যাচ্ছেন দ্রাবিড়। তাঁর মতো ভারতীয় টিমের কোচ হতে আপত্তি রিকি পন্টিংয়েরও। কেন?

এ বারও আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচ ছিলেন রিকি। টিম গ্রুপ পর্যায় থেকেই ছিটকে গিয়েছে। তবে অন্যান্য বারের থেকে এ বারের আইপিএলে দিল্লি অনেক ভালো পারফর্ম করেছে। আইপিএলের সময় থেকেই পন্টিংকে নিয়ে আলোচনা, তিনি কোচ হতে পারেন ভারতীয় টিমের। তিনি নাকি নিজেও আগ্রহী। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মানসিক কাঠিন্যের জন্য বিখ্যাত ছিলেন। শুধু তাই নয়, তাঁর ক্রিকেট বোধ ও ম্যাচ রিডিংও অত্যন্ত ভালো। যে কারণে অস্ট্রেলিয়া টিম তাঁকে টি-টোয়েন্টি ফর্ম্যাটের সময় কোচ হিসেবে ব্যবহার করে। সেই পন্টিং যদি কোচ হন, ভারতেরই আখেরে লাভ হবে। তা কিন্তু হচ্ছে না। পন্টিং নিজেই সরে দাঁড়ালেন।

আইপিএলের সময়ই বোর্ডের তরফে প্রস্তাব গিয়েছিল পন্টিংয়ের কাছে ভারতীয় টিমের কোচ হওয়ার জন্য। কিন্তু পন্টিং সেই প্রস্তাব সম্মানের সঙ্গে ফিরিয়েও দিয়েছেন। কেন তাঁর ভারতীয় টিমের কোচ হতে আপত্তি, তাও খোলসা করে বলেছেন। তাঁর স্পষ্ট কথা হল, ‘আপনি কোন টিমের কোচ হওয়ার প্রস্তাব পেলেন, তা আপনি জানার আগেই সোশ্যাল মিডিয়ায় ভেসে ওঠে। আমার সঙ্গে ভারতীয় টিমের কোচ হওয়ার ব্যাপারে কথা হয়েছে। আমি কতটা আগ্রহী, তা জানার চেষ্টা করা হয়েছিল। ভারতের সিনিয়র টিমের কোচ হতে পারলে ভালোই লাগত। কিন্তু ক্রিকেটের বাইরেও আমার অনেক কিছু করার আছে। পরিবারকে সময় দিতে হবে। তা ছাড়া, আমি যদি কোচ ভারতের, তা হলে আইপিএলের কোনও টিমের কোচিং করাতে পারব না। তার থেকেও বড় কথা হল, যে কোনও জাতীয় টিমের কোচ হওয়া মানে ১০-১১ মাস ওটা নিয়েই থাকতে হবে। আমি নিজেকে যতটা জানি, আমার লাইফস্টাইলের সঙ্গে এই ব্যাপারটা এখন যাবে না।’

পন্টিং নিজেকে সরিয়ে নেওয়ার পর ভারতের কোচ হতে কে পারেন? অনেকেই বলতে শুরু করেছেন, পন্টিংয়ের সঙ্গে লড়াই ছিল গৌতম গম্ভীরের। তা আর হচ্ছে না। গম্ভীরই এ বার ভারতের কোচ হওয়ার স্রেফ সময়ের অপেক্ষা।

Leave a Reply