নাতাশা কোথায় গেলেন… বিয়ে কি ভেঙে গিয়েছে হার্দিক পান্ডিয়ার?


Hardik Pandya: নাতাশা কোথায় গেলেন… বিয়ে কি ভেঙে গিয়েছে হার্দিক পান্ডিয়ার?

কলকাতা: সময়টা বড্ড খারাপ যাচ্ছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)। মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) ফেরার পর থেকে বিতর্কের মধ্যে। একে তিনি চোটপ্রবণ। মাঠের বাইরে প্রায়ই থাকতে হয়। ওয়ান ডে বিশ্বকাপের সময় পাওয়া চোট সারিয়ে ফিরেছিলেন মাঠে। কিন্তু মুম্বইকে আইপিএলে সাফল্য দিতে পারেননি। গ্রুপ পর্যায় থেকেই ছিটকে গিয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়ন। রোহিত শর্মাকে সরিয়ে তাঁকে ক্যাপ্টেন করাটা একেবারেই ঠিক হয়নি, এমনটা বলতে শুরু করেছিলেন যাঁরা, তাঁরা রোহিত ফেরানোর পক্ষে জোর সাওয়াল করছেন। এই পরিস্থিতিতে হার্দিকের ফোকাস এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দিকে। সেখানেও তিনি সাফল্য পাবেন কিনা, তা নিয়ে চলবে চর্চা। বোলার হার্দিককে দেখতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু সিমার হিসেবে হার্দিক কতটা পারফর্ম করতে পারেন, সে দিকে নজর থাকছে। তারই মধ্যে অন্য খবরে হার্দিক।

ভারতীয় টিমের অলরাউন্ডারকে ঘিরে এখন তীব্র গুঞ্জন। তাঁর সঙ্গে নাকি সম্পর্কে ফাটল ধরেছে রাশিয়ান স্ত্রী নাতাশা স্তানকোভিচের। দু’জনেই এখন আলাদা রয়েছেন। ক্রিকেটে যে সব জুটিকে নিয়ে আলোচনা চলে, তার মধ্যে হার্দিক-নাতাশাও আছেন। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি থেকে শুরু করে নানা কিছু সোশ্যাল মিডিয়ায় বারবার পোস্টও করেন তাঁরা। এই জুটির সন্তানও রয়েছে।২০২০ সালে তাঁদের বিয়ে হয়েছে। সেই বিয়েতে হাজির ছিলেন ক্রিকেট মহলের সবাই। ২০২৩ সালের শেষ দিকে ওই বিয়ের ঝলমলে অনুষ্ঠানও সেরেছিলেন তাঁরা। কী এমন ঘটল, যে এই দু’জনের সম্পর্ক ঘিরে হঠাৎই গুঞ্জন ছড়িয়েছে?

এ বারের আইপিএলে একবারও মাঠে দেখা যায়নি নাতাশাকে। হার্দিক মুম্বইয়ের নতুন ক্যাপ্টেন। কিন্তু টিমের পারফরম্যান্স তলানিতে। তিনি নিজেও খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তার পরও নাতাশা কেন মাঠে আসছিলেন না, তা নিয়ে বারবার প্রশ্ন উঠছিল। তার মধ্যেই এই খবর প্রকাশ্যে এসেছে। ৪ মার্চ ছিল নাতাশার জন্মদিন। হার্দিককে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে দেখা যায়নি। তখন থেকেই গুঞ্জন ছিল। তাই এখন বেড়েছে। নাতাশা আবার তাঁর ইন্সটাগ্রাম বায়ো থেকে পান্ডিয়া পদবী মুছে ফেলেছেন। হার্দিকের সঙ্গে তাঁর অধিকাংশ ছবিও ডিলিট করে দিয়েছেন। সব মিলিয়ে সত্যিই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন হার্দিক। সেখান থেকে বেরিয়ে আসতে হলে বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করতে হবে হার্দিককে।

Leave a Reply