নির্ধারিত সময়ের তিন দিন আগেই শহরে আসছেন সুনীলরা


কলকাতা: তিন দিন আগেই কলকাতায় আসছেন সুনীল ছেত্রীরা। ৬ তারিখ যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়েতের বিরুদ্ধে প্রাক বিশ্বকাপের ম্যাচ রয়েছে ভারতের। সুনীল ছেত্রীর ফেয়ারওয়েল ম্যাচ। যে ম্যাচ ঘিরে উন্মাদনার তুঙ্গে। ইতিমধ্যেই সমস্ত টিকিট অনলাইনে সোল্ড আউট। জুন মাসের ২ তারিখ কলকাতায় আসার কথা ছিল ইগর স্টিমাচের দলের। তবে তার তিনদিন আগেই কলকাতায় এসে যাচ্ছেন সুনীল ছেত্রীরা। সামনের সপ্তাহে ২৯ তারিখ কলকাতায় পা রাখবে ভারতীয় ফুটবল দল। কুয়েত ম্যাচের আগে এক সপ্তাহ কলকাতায় দলের ট্রেনিং করাতে চান স্টিমাচ। লড়াইয়ে টিকে থাকতে হলে ভারতকে এই ম্যাচ জিততেই হবে। তৃতীয় রাউন্ডে ওঠার লড়াই ব্লু টাইগারদের। দু’বছর আগে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে হাউসফুল যুবভারতী দেখেছিলেন স্টিমাচ। ৬ তারিখও সেটাই চাইছেন ক্রোট কোচ।

বৃহস্পতিবার রাতে কুয়েত ম্যাচের জন্য ২৭ জনের দল বেছে নিয়েছেন ভারতীয় দলের কোচ। ৩২ জনের দল থেকে বাদ পড়েছেন লাচেনপা, জিথিন, ইমরান খান, পার্থিব গগৈ, মহম্মদ হামাদ। স্টিমাচ বলেন, ‘যে কোনও ফুটবলারকে স্কোয়াড থেকে বাদ দেওয়া কোচেদের জন্য কঠিন কাজ। তবে আমি ছেলেদের সঙ্গে আলাদা ভাবে কথা বলেছি। তাদের মানসিক অবস্থা বুঝতে পারি। এটা বলতে পারি, এই মুহূর্তে দলে জায়গা করে নেওয়া সবার জন্যই ভীষণ চ্যালেঞ্জিং। ‘

স্টিমাচ বলেন, ‘ভুবনেশ্বরে এখন খুব গরম। আর্দ্রতাও ফ্যাক্টর। কলকাতার আবহাওয়াও অনেকটা একরকম। ফুটবলারদের কথা ভেবেই আগে ভাগে কলকাতায় যাওয়ার পরিকল্পনা করছি।’ কুয়েত ম্যাচে বাড়তি গুরুত্ব সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচ। সেই ম্যাচটাকে স্মরণীয় করে রাখতে চাইছেন সতীর্থরাও। ক্যাপ্টেনকে জয় উপহার দিতে চান সবাই। কোচ স্টিমাচও সেই আশায় রয়েছেন।

Leave a Reply