ফাইনালের আগে ‘ক্যাপ্টেন’-এর সঙ্গে সাক্ষাৎ চ্যাম্পিয়ন টিমের নায়কের


এক দশক পর আবারও ট্রফির হাতছানি কলকাতা নাইট রাইডার্সে। ২০২১ সালেও ফাইনালে উঠেছিল কেকেআর। যদিও ট্রফি আসেনি। শেষ ট্রফি এসেছিল ২০১৪ সালে। প্রথম বার ট্রফি জয় ২০১২ সালে। ঘটনাচক্রে কেকেআর প্রথম ট্রফি জিতেছিল চেন্নাইতেই। এ বারও ফাইনাল চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামেই। যদিও প্রতিপক্ষ আলাদা। সে বার কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ ছিল চেন্নাই সুপার কিংস। এ বার ফাইনালে কেকেআরের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। তার আগে কেকেআর প্র্যাক্টিসে হাজির ২০১২ সালের নায়ক মনবিন্দর বিসলা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দু-বার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। দু-বারই গৌতম গম্ভীরের নেতৃত্বে। আর ২০১২ সালে প্রথম ট্রফির ক্ষেত্রে নায়ক ছিলেন মনবিন্দর বিসলাই। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই প্রথমে ব্যাট করে কেকেআরকে ১৯১ রানের টার্গেট দিয়েছিল। ফাইনালের মঞ্চে এটি অনেকটাই বড় টার্গেট। তার উপর শুরুতেই ক্যাপ্টেন গৌতম গম্ভীরের উইকেট হারিয়েছিল কেকেআর। যদিও জ্যাক কালিসের ৪৯ বলে ৬৯ রান এবং মনবিন্দর বিসলার ৪৮ বলে ৮৯ রানের ইনিংস কেকেআরকে ম্যাচে রাখে। শেষ অবধি ২ বল বাকি থাকতেই ৫ উইকেটে জিতে চ্যাম্পিয়ন হয় নাইটরা।

কলকাতা এবং নাইট রাইডার্স টিম মনবিন্দরের সেই ইনিংস ভোলেনি। এখনও নানা আলোচনায় ওঠে বিসলার নাম। আরও একটা ফাইনালের আগে চ্যাম্পিয়ন টিমের প্লেয়ার অফ দ্য ফাইনাল মনবিন্দর দেখা করেন তাঁর ক্যাপ্টেন গৌতম গম্ভীরের সঙ্গে। এ বারও গম্ভীরই যেন ক্যাপ্টেন। তবে সেটা মাঠের বাইরে। গৌতম গম্ভীর মেন্টর হিসেবে ফিরেছেন নাইট শিবিরে। দলও ফাইনালে উঠেছে। এখন ট্রফি জয়ের অপেক্ষা।

Leave a Reply