SRH ফাইনালে উঠতেই খুশিতে লাফ কাব্যা মারানের, ভিডিয়ো না দেখলেই মিস


SRH ফাইনালে উঠতেই খুশিতে লাফ কাব্যা মারানের, ভিডিয়ো না দেখলেই মিস

কলকাতা: সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) ম্যাচ মানে তাঁর উজ্জ্বল উপস্থিতি দেখার মতো। ১৭তম আইপিএলে (IPL) হায়দরাবাদের প্রায় সব ম্যাচেই গ্যালারিতে দেখা গিয়েছে অরেঞ্জ আর্মির মালকিন কাব্যা মারানকে (Kavya Maran)। দলের হারে তিনি যেমন হতাশ হন, তেমনই টিম জিতলে উচ্ছ্বাসে ফেটে পড়েন। শুক্রবার রাতে রাজস্থান রয়্যালসকে সানরাইজার্স হায়দরাবাদ হারিয়েছে। অরেঞ্জ আর্মি ফাইনালের টিকিট পেতেই খুশিতে লাফিয়ে ওঠেন কাব্যা মারান। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল।

কাব্যা মারানের টিম ৬ বছর পর আইপিএল ফাইনালে উঠেছে। টিমের জয়ে স্বাভাবিকভাবেই তাঁর মুখে চওড়া হাসি দেখা গিয়েছে। তিনি গ্যালারির যে প্রান্তেই থাকুন না কেন, টেলিভিশন ক্যামেরা তাঁর দিকে ঘুরবেই। অরেঞ্জ আর্মি রাজস্থান রয়্যালসকে হারাতেই স্বাভাবিকভাবেই ক্যামেরা ঘোরে কাব্যার দিকে। দেখা যায় তিনি হাসি মুখে হাততালি দিতে থাকেন। ফ্র্যাঞ্চাইজির অন্য সদস্যদের সঙ্গে খুশিতে মেতে ওঠেন। সেই ভিডিয়ো ঘুরছে নেটদুনিয়ায়।

এ বারের আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে টস জেতে রাজস্থান। প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটে ১৭৫ রান তোলে অরেঞ্জ আর্মি। জবাবে ৭ উইকেটে ১৩৯ রানে থামে পিঙ্ক আর্মি। যার ফলে ৩৬ রানে ম্যাচ জিতে ১৭তম আইপিএলের ফাইনালের টিকিট তুলে নিল হায়দরাবাদ। রবিবার শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এ বার আইপিএল ট্রফির শেষ লড়াইয়ে নামবে নিজামের শহরের দল।



Leave a Reply