KKR, IPL 2024: প্রিয় বন্ধু গম্ভীরকে IPL ট্রফি উপহার দিলেন নারিন-রাসেলImage Credit source: BCCI
কলকাতা: এ যেন সেই ফ্রেমে বাঁধানো ছবি। ঠিক ১০ বছর আগে কিংবা এক যুগ আগে যা দেখেছিল কলকাতা। সময় যতই পেরিয়ে যাক, ছবি বোধ হয় এ ভাবেই ফিরে ফিরে আসে। ফিরে আসে বলেই পুরনো ছবির পাশে জায়গা করে নেয় নতুন ছবি। ২০১২ সালে ছিলেন না, কিন্তু ২০১৪ সালে তাঁর উপস্থিতি এখনও মনে আছে। তখন ক্যাপ্টেন ছিলেন যিনি, সেই তিনি এখনও ‘ক্যাপ্টেন’ কেকেআরের। অন্যজন ২০১২-তেও ছিলেন, ২০১৪-তেও ছিলেন। তাঁর কাছেও ক্যাপ্টেন বদলায়নি। সবে ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটে এসেছে জয়। গ্যালারি তুমুল নাচছে। বেগুনি জার্সি যেন উৎসব আর আবেগে মাখামাখি হয়ে গিয়েছে। ঠিক তখনই চোখে পড়ল তিন চেনা বন্ধুর ছবি। প্রথম জন অবশ্যই গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আর দু’জন? সুনীল নারিন (Sunil Narine) এবং আন্দ্রে রাসেল। যাঁদের বয়স বেড়েছে ঠিকই, টিম বদলায়নি। গম্ভীর ফিরতেই কেকেআর আবার চ্যাম্পিয়ন। রাসেল আর নারিন বোধ হয় প্রিয় বন্ধুকে ট্রফিটা ডেডিকেট করলেন।
কেকেআরে প্রথম দিন পা রেখেই চেন্নাই চলোর ডাক দিয়েছিলেন গৌতম গম্ভীর। কেকেআরের মেন্টর খুব ভালো করেই জানতেন, টিমকে যদি ট্রফি দিতে হয়, রাসেল-নারিনকে ফর্মে থাকতে হবে। টিমের দুই ক্যারিবিয়ান তারকা এই আইপিএলে সেরা পারফরম্যান্স দিয়ে গেলেন। দু’জনেই ঝুলি ভরিয়েছেন উইকেটে। দু’জনেই রানের খাতায় রেখেছেন বড়সড় ছাপ। ফাইনালেও ব্যতিক্রম হল না। বল হাতে নারিন এবং রাসেল প্রতিপক্ষকে মাটি ধরিয়ে দিলেন। হায়দরাবাদ নাকি এই আইপিএলের সবচেয়ে বিস্ফোরক টিম। যাকে-তাকে, যখন-তখন মাঠের বাইরে ফেলে দেয়। কেকেআর ব্যতিক্রম। শুরু থেকে শেষ যদি ধরা হয়, প্যাট কামিন্সের টিম একবারও নারিন-রাসেলকে সামলাতেই পারেননি। ম্যাচের শেষে দেখা যায় খুশিতে রাসেলকে জড়িয়ে ধরেছিলেন গম্ভীর। শুধু তাই নয়, নারিন তো গম্ভীরকে কোলেও তুলে নেন। এরপর পাল্টা গম্ভীরও হাসতে হাসতে নারিনকে কোলে তুলে নেন।
They’ve done it again 💜#KKRvSRH #IPLonJioCinema #IPLFinalonJioCinema pic.twitter.com/pfJvWKsQhK
— JioCinema (@JioCinema) May 26, 2024
Gautam Gambhir and Sunil Narine smiling in the same frame. The rarest of rare events in the history of humankind. pic.twitter.com/Ww7LciQAT5
— Zucker Doctor (@DoctorLFC) May 26, 2024
Gautam Gambhir And Sunil Narine🫂👌🏽#KKRvsSRH pic.twitter.com/PNy1GB9VEl
— black cat (@Cat__offi) May 26, 2024
ইডেনে হার, প্লে অফে হার, ফাইনালে হার— বৃত্ত সম্পূর্ণ হল কামিন্সদের। মেন্টর যদি টিমের ক্যাপ্টেন হন আর তাঁর আস্তিনে থাকে নারিন-রাসেলের মতো তাস, কেকেআরকে রুখবে কে? এ এক স্বপ্নের রাত। ব্যর্থতার দশক কাটানোর রাত। এমন রাত জন্ম দেয় উৎসবের। এর রেশ অনেকদিন থাকবে। হয়তো তিন পুরনো বন্ধুও থাকবেন। শুধু ভূমিকা বদলে যাবে। গম্ভীর হয়তো পা বাড়াবেন ভারতীয় টিমের দিকে। নারিন আর রাসেল আগামী মরসুমে কেকেআরকে নতুন স্বপ্ন দেখানোর চেষ্টা করবেন।