মিচেল স্টার্কের একটা ডেলিভারি উইকেট ছিটকে দিল…। কিংবা সুনীল নারিনের দুর্দান্ত একটা ছয়…ফিল সল্টের পুল শট বাউন্ডারি পেরলো! এমন প্রচুর মুহূর্ত হয়েছে। এই মুহূর্তগুলো যেমন কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার পথ মসৃণ করেছে, তেমনই ওঁদের পরিশ্রমও তো বাড়িয়েছে! ওঁরা বলতে? চিয়ারলিডারদের কথা ভুলে গেলেন? ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার কিন্তু ভোলেননি।
চেন্নাইয়ের চিপক স্টেডিয়াম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম সংস্করণের ফাইনাল। মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। ফাইনালেও অলরাউন্ড পারফরম্যান্স কলকাতা নাইট রাইডার্সের। এই নিয়ে চতুর্থ বার ফাইনালে উঠেছিল কলকাতা। সানরাইজার্সকে হারিয়ে তৃতীয় ট্রফি জয়। দীর্ঘ এক দশক পর ট্রফি। চ্যাম্পিয়ন টিমের সদস্যরা আনন্দে, উচ্ছ্বাসে মেতে থাকবেন এমনটাই তো স্বাভাবিক। ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার সেলিব্রেশনের মাঝেও ধন্যবাদ জানাতে ভোলেননি কেকেআরের চিয়ারলিডারদের।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায়, ম্যাচ শেষে কেকেআর চিয়ারলিডারদের ধন্যবাদ জানাচ্ছেন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। এ বারের টুর্নামেন্টে প্রচুর চার-ছয় হয়েছে। হাতে গোনা কয়েকটি লো-স্কোরিং ম্যাচ দেখা গিয়েছে। টুর্নামেন্টের মাঝ পথে যা দেখে কেকেআরের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী হতাশায় চিয়ারলিডারদের জন্যও একটি মন্তব্য করেছিলেন।
Shreyas Iyer made sure to thank all the KKR cheerleaders after winning IPL 💜 pic.twitter.com/SOnnN7LgQ0
— sohom (@AwaaraHoon) May 27, 2024
এই আইপিএলে বোলারদের প্রচণ্ড অসহায় দেখিয়েছে। খেলাটা যেন শুধুই ব্যাটারদের। সেই প্রসঙ্গ টেনেই বরুণ চক্রবর্তী বলেছিলেন, ‘এত চার-ছয় হচ্ছে যে আমার মনে হয় শুধু ছয়ের জন্যই চিয়ারলিডারদের ডান্স করা উচিত।’ কথাটা মন্দ বলেননি। প্রতিটি চার-ছয়ে ডান্স মানে চিয়ারলিডারদের পরিশ্রমের পরিস্থিতিটা সহজেই অনুমান করা যায়। কেকেআর ব্যাটাররও বিধ্বংসী খেলেছেন। তেমনই বোলাররও দুর্দান্ত পারফর্ম করেছেন। ফাইনাল শেষে শ্রেয়সের এই আচরণ সকলেরই মন জিতে নিয়েছে।