কেকেআর এখন IPL ম্যাচের দ্য কিং। ২৬ মে, ২০২৪ এই দিনটা নাইটদের জন্য ইতিহাস। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে এ বারের আইপিএল জিতল শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। রবি-রাতটা কেকেআর-এর কাছে স্বপ্নের রাত। প্রতিবছর একবুক স্বপ্ন নিয়ে মাঠে নামা। কোথাও গিয়ে যেন ট্রফি পর্যন্ত পৌঁছে উঠতে পারছিল না টিম। এবার কথা দিয়েছিলেন শাহরুখ খান, তিনি থাকবেন প্রতিটা ম্যাচে, টিমেরা পাশে। তাই তিনদিন হাসপাতালে ভর্তি থেকেও ম্যাচ দেখতে আসতে দুবার ভাবেননি। আর তাঁর টিমও এবার করব-লড়ব-জিতব মন্ত্রে ছিল ব্রত।
পলকে যেন জয় ছিনিয়ে নিতে দেখা গেল এদিন নাইট টিমকে। সকলে খুশির মেজাজে তখন আনন্দিত। অন্যদিকে কাব্যর চোখে জল। সকলে যখন শুভেচ্ছাবার্তার বন্যা বইয়ে দিচ্ছেন, তখন অমিতাভ বচ্চনের কণ্ঠে এ কোন সুর? তিনি খুশি হননি কলকাতা নাইট রাইডার্স-এর জয়ে? তাঁর পোস্ট দেখা মাত্রই একশ্রেণির এমনটাই মত। যদিও অমিতাভ বচ্চন এমনটা ইঙ্গিত মোটেও করেননি। তিনি শাহরুখ খানের টিমকে নিয়ে প্রশংসা করলেও তিনি কোথাও যেন আবেগঘন হয়ে পড়েছিলেন টিম হায়দরাবাদের মালিককে নিয়ে। কাব্য, যিনি চোখের জল লুকিয়েছিলেন, হাততালি দিয়ে সকলকে সান্তনা দিচ্ছিলেন, তাঁর উদ্দেশে কটা শব্দ খরচ করেন বিগ বি।
কী ছিল সেই পোস্টে?
‘আইপিএল ফাইনাল শেষ হয়ে গিয়েছে আর কেকেআর সবচেয়ে আস্থাযোগ্য জয় পেয়েছে… এসআরএইচ অনেকটাই হতাশাজনক কারণ সানরাইজার্স একটা ভাল দল, এবং তাঁরা যখন অন্যান্য ম্যাচ খেলেছে তখন তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখাও গিয়েছে।’ অমিতাভ এখানেই ইতি টানেনি, তিনি আরও বলেন, ‘তবে যা লক্ষ্য করা সবচেয়ে মর্মস্পর্শী ছিল, তা হল সুন্দরী মেয়েটি … স্টেডিয়ামে এসআরএইচের মালিক হারের পরে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং ক্যামেরা থেকে মুখ ঘুরিয়ে কান্নায় ভেঙে পড়েন, যাতে তাঁর আবেগ ধরা না পড়ে। তাঁর জন্য আমার খারাপ লাগছিল!! মন খারাপ কর না। কাল আরেকটা দিন… হাল ছেড়ো না।’