Rinku Singh: KKR এ সাত বছরের সাধপূরণ, IPL জিতে বিশ্বকাপের লক্ষ্যে পাগলপারা রিঙ্কু সিং!Image Credit source: X
কলকাতা: কেকেআর (KKR) তাঁকে লাইমলাইটে নিয়ে এসেছিল। তিনিও কেকেআরকে দু’হাত ভরিয়ে দিয়েছেন। ১৭তম আইপিএলে (IPL) সেই অর্থে রিঙ্কু সিং খেলার সুযোগ পাননি। কিন্তু তিনি সকল নাইট অনুরাগীদের মনে রয়েছেন। রবিবার হায়দরাবাদকে কেকেআর হারানোর পর সপ্তমস্বর্গে পৌঁছে গিয়েছিলেন রিঙ্কু সিং (Rinku Singh)। আইপিএল খেতাব জয়ের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হওয়ায় রিঙ্কু সিংকে পাগলপারা লাগছিল।
কখনও শূন্যে দু’হাত ছুড়ে জয়ের সেলিব্রেশন করছিলেন রিঙ্কু সিং। কখনও আবার রিঙ্কু সিং নাইট মেন্টর গৌতম গম্ভীরকে প্রণাম করতে যাচ্ছিলেন। এখানেই শেষ নয়। নাইট মালিক শাহরুখ খান তাঁকে দেখতেই জড়িয়ে ধরেন। সঙ্গে বলতে থাকেন, ‘গডস প্ল্যান’ (ঈশ্বরের পরিকল্পনা)। নাইট শিবিরে তখন খুশির হাওয়া বইছে। ওই সময় ক্যামেরার ফোকাসে রিঙ্কু সিং থাকবেন না, তাও হয় নাকি! রিঙ্কুর ইমোশন ঠিকরে বেরিয়ে আসছিল। হাসি ধরছিল না মুখে।
আইপিএলের সোশ্যাল মিডিয়া সাইট X এ আজ, সোমবার সকালে একটি ৫১ সেকেন্ডের ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে কেকেআরের ক্রিকেটারদের আবেগ, খুশি, উচ্ছ্বাস সব ফুটে উঠেছে। ভিডিয়োর শুরুতেই দেখা যায়, রিঙ্কু সিং বলেন, ”গডস প্ল্যান বেবি’ (ঈশ্বরের পরিকল্পনা)।’
🎥 𝐆𝐎𝐃’𝐒 𝐏𝐋𝐀𝐍, 𝐟𝐭 𝐑𝐢𝐧𝐤𝐮 𝐒𝐢𝐧𝐠𝐡 💜
Unfiltered joy & pure adoration like a child’s dream coming true 😇✨
One dream ✅, On to the next one now ⏳#TATAIPL | #KKRvSRH | #Final | #TheFinalCall | @KKRiders | @rinkusingh235 pic.twitter.com/gkvOztSkWS
— IndianPremierLeague (@IPL) May 27, 2024
রবিবার কেকেআর বনাম হায়দরাবাদের আইপিএল ফাইনাল ম্যাচের শেষে জিও সিনেমায় রিঙ্কু সিং বলেন, ‘৭ বছর ধরে এই টিমটার সঙ্গে রয়েছি। এই দলের হয়ে খেলছি। আমার একটা স্বপ্ন ছিল যে, একটা বড় ট্রফি যেন জিতি। হাতে এ বার বিশ্বকাপ ট্রফি চাই। যার জন্য পরশু যাচ্ছি।’
Supported #KKR for this man Rinku singh. ❤️❤️#KKRvsSRHFinal pic.twitter.com/D5z3P0tXG1
— Ajnabi hu (@Sunsan_hu) May 26, 2024
রিঙ্কু সিংয়ের আর এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে তাঁর সঙ্গে ছিলেন নীতীশ রানা এবং তাঁর স্ত্রী সাচি মারওয়া। আর ছিলেন কেকেআরের ক্রিকেটার অনুকূল রায়। সেই ভিডিয়োতে রিঙ্কুকে খুশিতে বলতে শোনা যায়, ভ্লগে সবাইকে স্বাগত। আইপিএল ট্রফি জিতে গিয়েছি। সাবস্ক্রাইব করুন। ঘণ্টার বাটন ক্লিক করুন।
Rinku Singh is an absolute vibe. 😂🔥 pic.twitter.com/DTEqxSmx43
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 27, 2024
এ বার আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতীয় টিমের সঙ্গে রিজার্ভ প্লেয়ার হিসেবে সফর করবেন রিঙ্কু সিং। যদি বিশ্বকাপ চলাকালীন ভারতীয় টিমের কোনও ক্রিকেটার চোট আঘাত পান, তা হলে রিঙ্কুর বিশ্বকাপে খেলা হতে পারে।