বিশ্ব ক্রিকেটে পেসারদের মধ্যে সেরা সিম পজিশন কার? এই প্রশ্নে সবার আগে একটা নামই মনে আসে। মহম্মদ সামি। তেমনই ইয়র্কার প্রসঙ্গ উঠলেই সকলের আগে জসপ্রীত বুমরার কথা মনে পড়বে। আন্তর্জাতিক ক্রিকেটে এমন অনেক আনপ্লেয়েবল ইয়র্কার দিয়েছেন বুমরা। এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্লে-অফে উঠতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম দল হিসেবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল পাঁচ বারের চ্য়াম্পিয়নরাই। তার প্রধান কারণ বোলিং আক্রমণ। জসপ্রীত বুমরা ছাড়া আর কেউই ধারাবাহিকতা দেখাতে পারেননি। বুমরার ইয়র্কার দক্ষতায় মুগ্ধ কিংবদন্তি পেসার ব্রেট লিও। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় পেস বোলিংয়ের নেতাকে প্রশংসায় ভরিয়ে দিলেন অজি কিংবদন্তি।
অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসারের মতে, জসপ্রীত বুমরা ছাড়া আর কেউই ইয়র্কারের ক্ষেত্রে নিখুঁত নয়। বিশেষ করে স্লগ ওভারে, বুমরা যেন ইয়র্কারকে একটা শিল্পে পরিণত করেছে। বিশ্ব ক্রিকেটে জসপ্রীত বুমরাকেই এই মুহূর্তে কমপ্লিট বোলার বলা যায়। সুইং, সিম, ইয়র্কার, বাউন্সার, লাইন, লেন্থ। সব ফরম্যাটেই সেরা। যেমন উইকেট নেওয়ার ক্ষেত্রে দক্ষ, তেমনই রান আটকানোতেও।
ভারতের তারকা পেসারকে নিয়ে ব্রেট লি বলছেন, ‘বুমরা ছাড়া আর কোনও পেসারকেই দেখছি না ইয়র্কার নিখুঁত করতে পেরেছে। আমি চাইব, পেসাররা আরও বেশি ইয়র্কার দিক। স্লগ ওভারে কাউকেই দেখি না ইয়র্কার করতে।’ সদ্য শেষ হয়েছে আইপিএলের ১৭তম সংস্করণ। এ বারের টুর্নামেন্টে মূলত ব্যাটারদের দাপটই দেখা গিয়েছে। ২০০ প্লাস স্কোর নিয়মিত হয়েছে।
ব্রেট লি আরও বলছেন, ‘আইপিএলের এই ১৭টি সংস্করণ যদি দেখি, ইয়র্কারের ক্ষেত্রে ব্যাটারদের স্ট্রাইকরেট ১০০-র কম। এর ফলে এটাই প্রমাণ হয়, ইয়র্কারে সিঙ্গল, ডাবলই বেশি আসে। এখন যদিও এমন ব্যাটার রয়েছে যারা স্কুপ শট কিংবা স্টেপ আউট করে বোলারেদর উপর দিয়েও শট মারতে পারেন।’ সে কারণেই বোলারদের আরও নিখুঁত হতে হবে বলে মনে করেন ব্রেট লি। ইয়র্কারের পরিমাণ বাড়ালে এবং সেটা সঠিক করতে পারলে, রান আটকানো সম্ভব বলেও মনে করেন।