ভিডিয়ো: নিউ ইয়র্কে তুমুল বৃষ্টি, নেটিজ়েনরা বলছেন, ‘ভাগ রোহিত ভাগ’


T20 World Cup 2024: ভিডিয়ো: নিউ ইয়র্কে তুমুল বৃষ্টি, নেটিজ়েনরা বলছেন, ‘ভাগ রোহিত ভাগ’

কলকাতা: মার্কিন মুলুকে বর্তমানে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য অনুশীলনে মগ্ন রোহিত অ্যান্ড কোং। নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১ জুন রয়েছে ভারত ও বাংলাদেশের ওয়ার্ম আপ ম্যাচ। তার আগে নিউ ইয়র্কে প্রস্তুতি নিচ্ছেন রোহিত-হার্দিক-জাডেজারা। এরই মাঝে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং টিমের কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) এক ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে, তুমুল বৃষ্টির মধ্যে আটকে রোহিত ও দ্রাবিড়। এরপর ভারতের অধিনয়াক ও হেড কোচ যা করেছেন, সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে চর্চা চলছে।

নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি দরজার সামনে উঁকিঝুঁকি দিচ্ছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বাইরে তখন তুমুল বৃষ্টি। রোহিতকে দেখা যায় তিনি তাঁর পাশে থাকা কারও সঙ্গে কথা বলছেন। এরপর দেখা যায় হাত নাড়িয়ে তিনি ইশারা করছেন। হয়তো সামনে থাকা গাড়ির ড্রাইভারকে একটু এগিয়ে আসতে বলছিলেন রোহিত। এরপর রোহিত বৃষ্টির মধ্যেই সেই দরজা দিয়ে বেরিয়ে ছুটে গাড়ির কাছে পৌঁছে যান। লাফিয়ে এরপর তিনি গাড়িতে উঠে পড়েন।

ওই ভিডিয়োতে দেখা যায় ভারত অধিনায়ক রোহিত শর্মার একটু পরই টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়ও ছুটে গিয়ে গাড়িতে ওঠেন। সোশ্যাল মিডিয়া সাইট X এ ওই ভিডিয়োতে একজন রোহিতের উদ্দেশ্যে লেখেন, ‘ভাগ রোহিত ভাগ।’ অনেকেই আবার ওই ভিডিয়োতে মজার মজার কমেন্ট করেছেন।



Leave a Reply