East Bengal: চুক্তিপত্রে সই হয়েছে, দিমিত্রিয়সের নাম ঘোষণা হবে ট্রান্সফার উইন্ডোতে
কলকাতা: দিমিত্রিয়স ডায়ামান্টাকোস (Dimitrios Diamantakos) আর ইস্টবেঙ্গলের (East Bengal) মাঝে দাঁড়িয়ে ট্রান্সফার উইন্ডো। কেরলের গ্রিক স্ট্রাইকার যে এ বছর লাল-হলুদ জার্সি গায়ে চাপাতে চলেছেন তা অনেক আগেই আভাস দিয়েছিল টিভি নাইন বাংলা। সূত্রের খবর, এ মাসের মাঝামাঝি ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করে দেন দিমিত্রিয়স। যদিও এখনই তা প্রকাশ্যে আনতে নারাজ লাল হলুদ কর্তারা। ডিল ফাইনাল হয়ে গেলেও, ট্রান্সফার উইন্ডো পর্যন্ত অপেক্ষা করতে চাইছে ম্যানেজমেন্টও। তাই আশা করা যায়, ট্রান্সফার উইন্ডো ওপেন হলেই গ্রিক স্ট্রাইকারের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করতে পারে ইস্টবেঙ্গল।
দিমিত্রিয়সের মেডিকেল সার্টিফিকেটের জন্যও অপেক্ষা করছিল ইস্টবেঙ্গল। মেডিকেল রিপোর্ট সন্তোষজনক হওয়ায় গ্রিক স্ট্রাইকারকে নিয়ে আর কোনও সমস্যা নেই। এ বছর এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু কোয়ালিফায়ারে খেলবে ইস্টবেঙ্গল। তাই শক্তিশালী দল গড়ার লক্ষ্যে নেমেছে বিনিয়োগকারী সংস্থার কর্তারা। মাদিহ তালালকে আগেই সই করিয়েছে ইস্টবেঙ্গল। এছাড়া সাউল ক্রেসপো, ক্লেটন সিলভা আর হিজাজি মাহেরের সঙ্গে চুক্তি বৃদ্ধি করেছে লাল-হলুদ।
সূত্রের খবর, দু’বছরের জন্য দিমিত্রিয়সকে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। এছাড়া একজন ভালো মানের বিদেশি স্টপারের খোঁজও করছেন কুয়াদ্রাত। এদিকে আপুইয়াকে নেওয়ার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইস্টবেঙ্গল কর্তারা। মুম্বইয়ের মিজো ফুটবলার রাজি হওয়ার পাশাপাশি মুম্বইকেও রাজি হতে হবে। বিশাল অঙ্কের ট্রান্সফার ফি-ও ফ্যাক্টর। ইস্টবেঙ্গল কর্তারা অবশ্য আপুইয়াকে পেতে অল আউট ঝাঁপিয়েছেন।