তামাকের বিরুদ্ধে নতুন লড়াই, গাভাসকর-কপিলকে ঘুরিয়ে বার্তা দিলেন সচিন?


Sachin Tendulkar: তামাকের বিরুদ্ধে নতুন লড়াই, গাভাসকর-কপিলকে ঘুরিয়ে বার্তা দিলেন সচিন?Image Credit source: X

কলকাতা: ‘বুস্ট ইজ় দ্য সিক্রেট অফ মাই এনার্জি’, ১৬ বছরের এক ছেলেকে প্রথম দেখা গিয়েছিল বিজ্ঞাপনের মুখ হিসেবে। সঙ্গে ছিলেন ১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন কপিল দেব। ওই বাচ্চা ছেলে সময়ের থেকে অনেক দ্রুত গতিতে তারকা হয়ে গিয়েছিলেন। বিজ্ঞাপনের বাজারেও দর বাড়তে বাড়তে আকাশ ছুঁয়েছিল তাঁর। দেশকে একার হাতে জেতাচ্ছেন তখন। কিংবা ভাঙনের মুখে দাঁড়িয়ে লড়ছেন একাই। সেই সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) দুটো দশক ধরে শাসন করেছেন ভারতীয় ক্রিকেট। সঙ্গে বিজ্ঞাপনী বাজারও। এই সচিন কিন্তু বাবার দেওয়া একটা মূল্যবান পরামর্শ চিরকাল মেনে চলেছেন। কখনও কোনও তামাকজাত বিজ্ঞাপনে দেখা যায়নি তাঁকে। আজ তামাক বিরোধী দিবস। সচিন বার্তা দিলেন। তাঁর ভক্তদের যেমন, তেমনই ঘুরিয়ে বার্তা দিলেন সুনীল গাভাসকর, কপিল দেব, বীরেন্দ্র সেওয়াগ ও ক্রিস গেইলকে।

সচিন টুইটারে লিখেছেন, ‘আন্তর্জাতিক কেরিয়ারের শুরুতে বাবা আমাকে একটা খুব সরল কিন্তু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন। কখনও যেন তামাককে প্রমোট না করি। আমি চিরটা কাল ওই পরামর্শ মেনে চলেছি। অন্যদের পরামর্শ দেব, তাই যেন করে। উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে তামাকের আগে যেন স্বাস্থ্যকে গুরুত্ব দিই আমরা।’

বাবার এই পরামর্শ সচিন চিরকাল মেনেছেন। সেই পরামর্শ তরুণ প্রজন্মকে দিয়েছেন সচিন। একই সঙ্গে ঘুরিয়ে বার্তা দিয়েছেন সুনীল গাভাসকর, কপিল দেব, ক্রিস গেইল ও বীরেন্দ্র সেওয়াগকে। এই প্রাক্তন ক্রিকেটাররা একটি তামাকজাত পন্যকে প্রোমোট করেন। তাদের হয়ে বিজ্ঞাপন করেন। যা নিয়ে বিতর্ক কম হয়নি। সচিনের মতো আইকন ক্রিকেটারের এ সব থেকে সরে থাকা কিন্তু বাবার পরামর্শের জন্যই। সচিন পারলে অন্যরা পারছেন না কেন, এই প্রশ্ন তো থাকবেই।



Leave a Reply