ভিডিয়ো: আমেরিকায় বিরাট কোহলির ঝলক চাই? প্রথমেই পড়তে হবে কড়া নিরাপত্তার ঘেরাটোপে


Virat Kohli: ভিডিয়ো: আমেরিকায় বিরাট কোহলির ঝলক চাই? প্রথমেই পড়তে হবে কড়া নিরাপত্তার ঘেরাটোপে

কলকাতা: সকলে সরে দাঁড়াও, কিং কোহলি যাচ্ছেন… এখন এমনই কথা শোনা যাচ্ছে নিউ ইয়র্কে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ এ বারের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) যুগ্ম আয়োজক। বর্তমানে নিউ ইয়র্কে রয়েছে ভারতীয় ক্রিকেট টিম (Indian Cricket Team)। মার্কিন যুক্তরাষ্ট্র বিরাট কোহলি, রোহিত শর্মাদের নিরাপত্তা নিয়ে কোনও রকম আপস করতে চাইছে না। শনিবার নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ছিল ভারত ও বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ। সেখানেও দেখা গিয়েছে নিরাপত্তারক্ষীরা বেশ কড়া হাতে সবকিছু সামলাচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় মার্কিন মুলুক থেকে বিরাট কোহলির একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, বিরাট কোহলিকে কড়া নিরাপত্তায় মুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি মাঠে যখন পৌঁছান, সেই সময় একাধিক অফিসিয়ালরা তাঁর আশেপাশে ছিলেন। সামনেই ছিলেন প্রচুর মাউন্টেন পুলিশ। যা দেখে বোঝা যাচ্ছে বিরাটের নিরাপত্তা নিয়ে কোনও রকম খামতি রাখতে চাইছে না মার্কিন যুক্তরাষ্ট্র।

এর মাঝেই নাসাউতে হওয়া ভারত-বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে রোহিত শর্মার কাছে পৌঁছে গিয়েছিলেন এক ভক্ত। নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে ওই ভক্ত ভারত অধিনায়কের কাছে পৌঁছে গিয়েছিলেন। মুহূর্তের মধ্যে সেখানে পুলিশ ছুটে যান। এবং রোহিতের ওই ভক্তকে মাটিতে চেপে ধরেন। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যেখানে রোহিতকে দেখা যায় পুলিশদের কিছু বলতে। হয়তো তিনি বলেছিলেন, ওই ভক্তর সঙ্গে যেন কড়া আচরণ না করা হয়।

এমনিতেই ৯ জুন হতে চলা ভারত-পাকিস্তান ম্যাচে জঙ্গি হামলা হতে পারে বলে শোনা গিয়েছিল। যে কারণে টিম ইন্ডিয়ার জন্য এবং টি-২০ বিশ্বকাপ সুষ্ঠু ভাবে আয়োজন করার জন্য নিরাপত্তা এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।



Leave a Reply