ভারতের বিশ্বকাপ প্রস্তুতি ভালো হয়নি, প্রাক্তন ক্রিকেটারের গলায় আশঙ্কার সুর


T20 World Cup 2024: ভারতের বিশ্বকাপ প্রস্তুতি ভালো হয়নি, প্রাক্তন ক্রিকেটারের গলায় আশঙ্কার সুরImage Credit source: PTI

কলকাতা: আর মাত্র ১দিন পর ভারতের বিশ্বজয়ের পরীক্ষা শুরু। আইসিসি টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য কেমন প্রস্তুতি নিয়েছে টিম ইন্ডিয়া (Team India)? অফিসিয়াল দিক থেকে দেখতে হলে বিশ্বকাপের আগে মাত্র ১টাই প্রস্তুতি ম্যাচ খেলেছে রোহিত শর্মার ভারত। সেখানে বাংলাদেশের বিরুদ্ধে জিতেছে টিম ইন্ডিয়া। তার আগে অবশ্য ভারতীয় ক্রিকেটাররা আইপিএলে খেলেছেন। এবং সেখানে তাঁদের প্রস্তুতি হয়েছে। অবশ্য দেশের এক প্রাক্তন ক্রিকেটার ভারতের বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে চিন্তিত। কে তিনি?

ভারত অধিনায়ক রোহিত শর্মা আগেই জানিয়েছিলেন, ম্যাচের সময় পরিস্থিতি দেখে একাদশ বাছাই হবে। টি-২০ বিশ্বকাপে ভারতের একাদশ কেমন হতে পারে? এই প্রসঙ্গে অনেকেই তাঁদের মতামত জানিয়েছেন। এ বার দেশের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ভারতীয় টিমের ক্রিকেটারদের ভূমিকা নিয়ে পরিষ্কার জানিয়ে দেওয়া উচিত ছিল।

আইরিশদের বিরুদ্ধে নবম বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ। ওই ম্যাচের আগে ভারতীয় টিমের প্রস্তুতি নিয়ে চিন্তা প্রকাশ করে আকাশ চোপড়া বলেন, ‘ভারত কি বিশ্বকাপের জন্য একটু কম প্রস্তুত? আমরা কি এখনও আমাদের ব্যাটিং লাইন আপ বেছে উঠতে পারিনি? কে হবেন ওপেনার এবং কে হবেন ফিনিশার? আমাদের কি এগুলো বিশ্বকাপেই জানা উচিত?’

আকাশ চোপড়ার মতে, ‘ভারতের পছন্দ বাঁ ও ডান হাতি কম্বিনেশন, কিন্তু ভারত রোহিত ও কোহলি এই দুই ডান-হাতির দিকেই হয়তো এগোবে। ঋষভ পন্থ সম্ভবত ৩ নম্বরে নামবে তারপর সূর্যকুমার যাদব। ওরা যখন আউট হবে তার ওপর নির্ভর করবে ভারত শিবম দুবে নাকি হার্দিক পান্ডিয়া কাকে নামাবে। তারপর রবীন্দ্র জাডেজা ও অক্ষর প্যাটেল রয়েছে। একাধিক বাঁ-হাতি ব্যাটার রয়েছে। আমার প্রশ্ন এটাই যে এখনও কেন আমরা এই বিষয়ে জানতে পারছি না? আমাদের তো ওপেনিং কম্বিনেশন জানা উচিত ছিল।’

এরপরই আকাশ চোপড়া বিশ্বকাপের জন্য ভারতীয় দলের কম প্রস্তুতির প্রসঙ্গ তুলে আনেন। তাঁর কথায়, ‘আমার দৃঢ়ভাবে মনে হয় আমাদের যথাযথ প্রস্তুতির অভাব রয়েছে। আমরা এখনও তৈরি হচ্ছি।’ একইসঙ্গে আকাশ চোপড়া ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের প্রসঙ্গও তুলে আনেন।

শেষ টি-২০ বিশ্বকাপের পর বিরাট কোহলি এবং রোহিত শর্মা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে দূরে ছিলেন। আকাশ চোপড়া মনে করেন, ওই সময় একাদশ ঠিকই ছিল। কিন্তু বিরাট-রোহিত ফেরার পর একাদশে পরিবর্তন করতে হবে। তাঁর কথায়, ‘গত টি-২০ বিশ্বকাপের পর থেকে আমরা একই দল নিয়ে খেলে চলেছি। তা হলে আমাদের কোন জায়গায় পরিবর্তন হচ্ছে? আমি মনে করছি আমাদের এ বার পর্যাপ্ত প্রস্তুতি হয়নি। পুরোপুরি তৈরি না হয়েই আমরা খেলতে নামছি। সংযুক্ত আরব আমিরশাহি ও অস্ট্রেলিয়া বিশ্বকাপের মাঝে আমরা অনেক ওপেনিং জুটি পরীক্ষা করেছি। সূর্যকুমার যাদবও সেখানে ছিল। কিন্তু রোহিত ও রাহুলের ওপেনিং বাদে বিরাট কোহলির তিন নম্বরে ব্যাটিং কোনও কাজে লাগেনি। ঠিক যেন সেই স্মৃতিই ফিরছে। আগাম সতর্কবার্তা দিচ্ছে এই পরিস্থিতি।’

Leave a Reply