ভারতের বিশ্বকাপ শুরু আজ, নজরে নিউ ইয়র্কের ড্রপ ইন পিচ


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ। এত দিনের সবচেয়ে বড় বিশ্বকাপ। ২০টি দেশ অংশগ্রহণ করছে। যৌথ ভাবে বিশ্বকাপের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু বিশ্বকাপের সেই আমেজ যেন পাওয়া যাচ্ছে না। এর প্রধান কারণ, ভারতীয় দল এখনও ম্যাচ খেলেনি। আজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে ভারত। তবে বিশ্বকাপে আর এক ভিলেন পিচ। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রপ ইন পিচ। আইপিএলে চার-ছয়ের বন্যা দেখা গিয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে সেটাই মূল আকর্ষণ। কিন্তু বিশ্বকাপে বেশির ভাগই লো স্কোরিং ম্যাচ হচ্ছে। ভারত-আয়ারল্যান্ড ম্যাচেও কি এমন পরিস্থিতি তৈরি হতে পারে?

মার্কিন যুক্তরাষ্ট্রের ভেনুগুলির মধ্যে মূল আকর্ষণ নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়াম। এই মাঠে এখনও অবধি একটি ম্যাচই হয়েছে। দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা সেই ম্যাচটি ব্যাটারদের কাছে আতঙ্কের কারণ হতে পারে। ড্রপ ইন সেট হতে এমনিতেই বেশ কিছুটা সময় লাগে। শ্রীলঙ্কা ম্যাচের পিচ যে পুরোপুরি সেট হয়নি বলের বাউন্স দেখেই পরিষ্কার। বেশ কিছু ডেলিভারি কোনওরকমে হাঁটু অবধি উঠছিল। হাতে গোনা কিছু ডেলিভারিই ব্যাটারদের পছন্দ হতে পারে এতটা বাউন্স হয়েছে।

টুর্নামেন্ট শুরুর আগে এই মাঠে প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে তুলনামূলক ভাবে ভালো পিচ ছিল। ভারত-আয়ারল্যান্ড ম্যাচেও ব্যবহার হতে পারে অন্য পিচ। এখানেই ধোঁয়াশা। সেই পিচ কেমন আচরণ করবে বলা কঠিন। নিউ ইয়র্কে যে পার্কে প্র্যাক্টিস সেরেছে ভারতীয় দল, সেখানকার নেটে অবশ্য ভালো পিচই ছিল। ভালো এই অর্থেই বলা, বাউন্স ঠিকঠাক ছিল। গতিও। ফলে ব্যাটারদের শট খেলতে সমস্যা হয়নি। নিউ ইয়র্কে আজ পিচ কেমন আচরণ করবে, সেটাই যেন প্রধান আকর্ষণ।

একই মাঠে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত। পিচ যদি সমস্যা হয়ে না দাঁড়ায় আয়ারল্যান্ডের বিরুদ্ধে বেগ পাওয়ার কথা নয় ভারতীয় দলের। একদিক থেকে ভারতের কাছে এই ম্যাচটি পাকিস্তান ম্যাচের ওয়ার্ম আপও বলা যায়। তাই বলে একাদশ বাছাইয়ে পরীক্ষা হবে, এমনটা নয়। নজর থাকবে, ভারতের কম্বিনেশনেও। অনেকেই চাইছেন বিরাট কোহলি-রোহিত শর্মা ওপেন করুক। টিম ম্যানেজমেন্ট এমন সিদ্ধান্ত নেয় কিনা, সেটাও দেখার বিষয়।

Leave a Reply