Gautam Gambhir: ওর মতো অলস আমি কাউকে দেখিনি… গৌতমকে নিয়ে এমন ‘গম্ভীর’ মন্তব্য কার?
কলকাতা: গৌতম গম্ভীর (Gautam Gambhir) ঠিক কতটা গম্ভীর? না না, তিনি গম্ভীর নন। ২২ গজে তাঁকে বেশ হাসিখুশি দেখায়। এই যে আইপিএল শেষ হল, সেখানে তাঁকে একাধিক অভিব্যক্তি প্রকাশ করতে দেখা গিয়েছে। কেকেআরের (KKR) মেন্টর হয়ে এ বছর ফিরেছিলেন গৌতম গম্ভীর। তিনি ফিরতেই কলকাতা নাইট রাইডার্স আবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। তার পর থেকে তাঁকে ভারতের কোচ করা হোক, এই বলে দাবি তুলেছেন অনেকেই। তিনি নিজেও ভারতীয় কোচের দায়িত্ব নিয়ে মতামত জানিয়েছিলেন। দলকে তাতাতে গৌতমের জুড়ি মেলা ভার। কিন্তু আপনি কি জানেন, এই গৌতমই ভীষণ অলস। কে করলেন এমন মন্তব্য?
সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে ২০০৭ সালের টি২০ বিশ্বকাপজয়ী দলের সদস্যরা একটি অনুষ্ঠানে মিলিত হয়েছিলেন। সেখানে দীনেশ কার্তিক, গৌতম গম্ভীর, অজিত আগরকর, ইরফান পাঠান, আরপি সিং, হরভজন সিংরা ছিলেন। ওই সময়ই গৌতম গম্ভীরের রহস্য ফাঁস করেন প্রাক্তন নাইট অধিনায়ক। গৌতমকে নিয়ে এক মজার গল্প শোনান ডিকে।
দীর্ঘদিন একসঙ্গে খেলার সুবাদে একে অপরকে ভালোই চেনেন গৌতম, কার্তিক। তাই গৌতম গম্ভীরের এক মজার গল্প সকলের সামনে তুলে ধরেন দীনেশ কার্তিক। তিনি বলেন, ‘আমি গৌতিকে প্রকাশ্যে বিড়ম্বনায় ফেলতে চাই না, কিন্তু একটা ঘটনার কথা বলবই। আমার দেখা সবথেকে অলস ক্রীড়াবিদ হচ্ছেন গৌতম গম্ভীর। এক সময় ওর রুমে গান চলছিল। আমি বাইরে ছিলাম। ও বেডে শুয়েছিল। আমি পাশ দিয়ে যাচ্ছিলাম। আমাকে গৌতি ডাকে। তারপর আমি ঘরে ঢুকতেই ও বলে চ্যানেলটা বদলে দাও। টিভির রিমোট পর্যন্ত কষ্ট করে যেতে বা ফাস্ট ফরওয়ার্ড সুইচ টিপতে হবে বলে, গান বদলাচ্ছিল না। দু’পা বাড়ালেই ওর টেবল, যেখানে রিমোট ছিল। কিন্তু ও এত অলস যে আমাকে রুমের বাইরে থেকে ডেকে এনে চ্যানেল বদলে দিতে বলে।’
“Of all the people I have seen in my life, he is by far the laziest athlete.”
~ DK on Gambhir
(And you surely have never seen Gambhir laughing like this 👇🏽) pic.twitter.com/00RboyvvRf
— Cricketopia (@CricketopiaCom) June 2, 2024
দীনেশ কার্তিক এই গল্প শোনাতে শোনাতে হাসতে থাকেন। আর গৌতম গম্ভীরও এই সকল কথাবার্তা শুনে চুপ থাকতে পারেননি। হেসে গড়িয়ে পড়েন। তাঁদের পাশাপাশি অন্যান্য প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররাও মন খুলে হাসতে থাকেন।